লন্ডন, 29 জুন : সপ্তাহের শুরুতেই উইম্বলনডনে অঘটন ৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন উইম্বলডনের তৃতীয় বাছাই ও সদ্য শেষ হওয়া ফরাসি ওপেন ফাইনালিস্ট স্টিফানোস সিসিপাস ৷ অবাছাই আমেরিকান টেনিস খেলোয়াড় ফ্রান্সিস টিয়াফোর কাছে হারলেন 6-4, 6-4, 6-3 সেটে ৷
ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকভিচের কাছে হারার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ আগেরবারও অর্থাৎ 2019 উইম্বলডন ওপেনেও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তৎকালীন সপ্তম বাছাই সিসিপাস ৷
ওপেনিং গেমেই সিসিপাসের সার্ভিস ভাঙেন ফ্রান্সিস ৷ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সিসিপাস ৷ বিশ্বের 57 নম্বরের এক খেলোয়াড় ও 6000 দর্শকের সামনে সিসিপাসকে অসহায় দেখায় ৷ অন্যদিকে উইম্বলডনের মতো মঞ্চে তৃতীয় বাছাই সিসিপাসকে হারিয়ে স্বপ্নের মতো টুর্নামেন্ট শুরু করেছেন টিয়াফো ৷ পরের রাউন্ডে কানাডার টেনিস তারকা ভাসেক পসপিসিলের মুখোমুখি হবেন তিনি ৷