লন্ডন, 26 জুন : উইম্বলডন ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিমোনা হালেপ ৷ পেশির চোটের কারণে এই রোমানিয়ার টেনিস তারকার নাম প্রত্যাহার করেছেন ৷
উইম্বলডনের ওয়েবসাইটে সিমোনা জানান, ‘‘ খুব দুঃখের সঙ্গে আমি ঘোষণা করছি চ্যাম্পিয়নশিপ থেকে আমি নাম প্রত্যাহার করছি ৷ কারণ আমার পেশির চোট এখনও পুরোপুরি সারেনি ৷’’
বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা সিমোনা 2019 সালের উইম্বলডন চ্যাম্পিয়ন হন ৷ 2020 সালে উইম্বলডন ওপেন করোনা প্যানডেমিকের কারণে স্থগিত করা হয় ৷ মে মাসের মাঝামাঝি সময়ে ইতালিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে জার্মানির অ্যাঞ্জেলিক ক্যারবারের বিরুদ্ধে খেলার সময় পেশিতে চোট পান তিনি ৷ তারপর এই চোটের কারণেই ফরাসি ওপেন থেকেও নাম প্রত্যাহার করতে বাধ্য হন সিমোনা ৷