পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wimbledon Open : উইম্বলডন থেকে নাম প্রত্য়াহার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিমোনা হালেপের - উইম্বলডন ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিমোনা হালেপ

উইম্বলডনের ওয়েবসাইটে সিমোনা হালেপ জানান, ‘‘ খুব দুঃখের সঙ্গে আমি ঘোষণা করছি চ্যাম্পিয়নশিপ থেকে আমি নাম প্রত্যাহার করছি ৷ কারণ আমার পেশির চোট এখনও পুরোপুরি সারেনি ৷’’

সিমোনা হালেপ
সিমোনা হালেপ

By

Published : Jun 26, 2021, 7:36 AM IST

লন্ডন, 26 জুন : উইম্বলডন ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিমোনা হালেপ ৷ পেশির চোটের কারণে এই রোমানিয়ার টেনিস তারকার নাম প্রত্যাহার করেছেন ৷

উইম্বলডনের ওয়েবসাইটে সিমোনা জানান, ‘‘ খুব দুঃখের সঙ্গে আমি ঘোষণা করছি চ্যাম্পিয়নশিপ থেকে আমি নাম প্রত্যাহার করছি ৷ কারণ আমার পেশির চোট এখনও পুরোপুরি সারেনি ৷’’

বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা সিমোনা 2019 সালের উইম্বলডন চ্যাম্পিয়ন হন ৷ 2020 সালে উইম্বলডন ওপেন করোনা প্যানডেমিকের কারণে স্থগিত করা হয় ৷ মে মাসের মাঝামাঝি সময়ে ইতালিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে জার্মানির অ্যাঞ্জেলিক ক্যারবারের বিরুদ্ধে খেলার সময় পেশিতে চোট পান তিনি ৷ তারপর এই চোটের কারণেই ফরাসি ওপেন থেকেও নাম প্রত্যাহার করতে বাধ্য হন সিমোনা ৷

সিমোনা বলেন, ‘‘ দু’বছর আগে উইম্বলডন জেতার স্মৃতি আছে আমার ৷ এবারও খেলার জন্য মুখিয়ে ছিলাম ৷ উইম্বলডনে খেলার জন্য নিজেকে তৈরি করতে সবকিছু দিয়েছি ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ওই সুন্দর কোর্টে প্রত্যাবর্তন করতে চেয়েছিলাম ৷ কিন্তু দুর্ভাগ্যবশত আমার শরীর আমার সঙ্গ দেয়নি ৷ আগামী বছরের জন্য আমার এই অনুভূতিটা বাঁচিয়ে রাখতে হবে ৷’’

আরও পড়ুন :On this day in 1983: প্রথম বিশ্ব জয়ের 38 বছরে কোহলির কপিল হওয়া হল না

সময়টা তাঁর কাছে চ্যালেঞ্জিং বলছেন সিমোনা ৷ উইম্বলডনের ওয়েবসাইটে তিনি আরও বলেন, ‘‘ আমি সত্যি বলছি, এই সিদ্ধান্তটি নেওয়ায় খুব হতাশ হয়ে পড়েছি ৷ এই সময়টা বেশ কঠিন ৷ তবে শেষ দুটি বড় টুর্নামেন্ট মিস করায়, সময়টি মানসিক ও শারীরিকভাবে আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details