গ্রিস, 1 নভেম্বর : সময়টা ভালো যাচ্ছে না টেনিস তারকা সিমোনা হালেপের । ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাঁকে । এবার কোরোনায় আক্রান্ত হলেন এই প্রাক্তন একনম্বর মহিলা টেনিস তারকা । তাঁর শরীরে সামান্য উপসর্গ রয়েছে ।
কোরোনায় আক্রান্ত দু'বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হালেপ - কোরোনায় আক্রান্ত টেনিস তারকা সিমোনা হালেপ
প্যানডেমিকের কারণেই চলতি বছরে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই রোমানিয়ান টেনিস তারকা ।
কোরোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে অনুরাগীদের জানান হালেপ । তিনি লেখেন, "তোমাদের সবাইকে জানাতে চাই যে আমার কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । বাড়িতে নিজেকে আইসোলেশনে রেখেছি । সামান্য উপসর্গ রয়েছে । সুস্থতার পথে এগোচ্ছি ।" প্যানডেমিকের কারণেই চলতি বছরে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই রোমানিয়ান টেনিস তারকা । তখন অ্যামেরিকায় প্যানডেমিক ভয়ানক আকার ধারণ করেছিল । তবে প্যারিসে কোরোনার প্রকোপ কম থাকায় রোলাঁ গ্যারোঁয় প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন । যদিও টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাঁকে । ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা সোয়ানটেকের কাছে হেরে যান হালেপ ।
9 নভেম্বর থেকে শুরু হচ্ছে ওমেনস WTA ট্যুর । যদিও তাতে অংশ নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেননি দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী । ফরাসি ওপেনে হারের সঙ্গেই চলতি মরশুমে আর কোর্টে না নামার সিদ্ধান্ত নেন তিনি । প্রসঙ্গত, হালেপের আগে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ।