উইম্বলডন, 8 জুলাই : উইম্বলডনে অঘটন ৷ পোল্যান্ডের হুবার্ট হুরকাজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন 39 বছরের রজার ফেডেরার (Roger Federer) ৷ স্ট্রেট সেটে 6-3, 7-6, 6-0 ফলাফলে পরাজিত হলেন টেনিস কিংবদন্তি ৷ অন্যদিকে, মার্টন ফুকসোভিক্সকে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেলেন নোভাক জকোভিচ ৷
জল্পনা নয়, খেলা শেষের সাংবাদিক সম্মেলনে ফেডারার এদিন নিজেই বলেন, "হতে পারে এটাই আমার শেষ উইম্বলডন ৷" ভক্তরা নিশ্চয়ই তা চান না ৷ তবে বুধবার একেবারেই ছন্দে দেখায়নি ফেডারারকে ৷ বার বার হুবার্টের ফোরহ্যান্ডের কাছে হার মানছিলেন টেনিস কিংবদন্তি ৷ ফলে প্রথম সেটে ভাল শুরু করেও হারেন ৷ দ্বিতীয় সেটে সমানে সমানে লড়াই চলে ৷ তৃতীয় সেটে নিজের খেলার ধারে কাছে ছিলেন না ফেডেরার ৷ অন্য দিকে কোর্ট জুড়ে দুরন্ত খেলেন হুবার্ট হুরকাজ ৷ এর ফলেই এই সেটের স্কোর হয় 6-0 ৷