পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wimbledon 2021: উইম্বলডন থেকে বিদায় ফেডেরারের, সেমিফাইনালে জকোভিচ - নোভাক জকোভিচ

স্ট্রেট সেটে 6-3, 7-6, 6-0 ফলাফলে পরাজিত হলেন টেনিস কিংবদন্তি ৷ খেলা শেষের সাংবাদিক সম্মেলনে ফেডেরার নিজেই বললেন, "হতে পারে এটাই আমার শেষ উইম্বলডন ৷"

s
s

By

Published : Jul 8, 2021, 7:29 AM IST

Updated : Jul 8, 2021, 9:24 AM IST

উইম্বলডন, 8 জুলাই : উইম্বলডনে অঘটন ৷ পোল্যান্ডের হুবার্ট হুরকাজের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন 39 বছরের রজার ফেডেরার (Roger Federer) ৷ স্ট্রেট সেটে 6-3, 7-6, 6-0 ফলাফলে পরাজিত হলেন টেনিস কিংবদন্তি ৷ অন্যদিকে, মার্টন ফুকসোভিক্সকে স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেলেন নোভাক জকোভিচ ৷

জল্পনা নয়, খেলা শেষের সাংবাদিক সম্মেলনে ফেডারার এদিন নিজেই বলেন, "হতে পারে এটাই আমার শেষ উইম্বলডন ৷" ভক্তরা নিশ্চয়ই তা চান না ৷ তবে বুধবার একেবারেই ছন্দে দেখায়নি ফেডারারকে ৷ বার বার হুবার্টের ফোরহ্যান্ডের কাছে হার মানছিলেন টেনিস কিংবদন্তি ৷ ফলে প্রথম সেটে ভাল শুরু করেও হারেন ৷ দ্বিতীয় সেটে সমানে সমানে লড়াই চলে ৷ তৃতীয় সেটে নিজের খেলার ধারে কাছে ছিলেন না ফেডেরার ৷ অন্য দিকে কোর্ট জুড়ে দুরন্ত খেলেন হুবার্ট হুরকাজ ৷ এর ফলেই এই সেটের স্কোর হয় 6-0 ৷

আরও পড়ুন: WIMBLEDON 2021: সোমবার থেকে ইংল্যান্ডের ঘাসের কোর্টে ফিরছে উইম্বলডন

এদিকে এদিনই উইম্বলডনের সেমিফাইনালের রাস্তা করে নেন গতবারের টুর্নামেন্টে জয়ী নোভাক জকোভিচ (Novak Djokovic ) ৷ বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় হাঙ্গেরির মার্টন ফুকসোভিক্সকে হারান 6-3, 6-4, 6-4 গেমে ৷ এই জয়ের ফলে এই নিয়ে 10 বার উইম্বলডনের সেমিফাইনালে খেলবেন জকোভিচ ৷ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জীবনের 100তম জয় পেলেন জোকার ৷ বলা বাহুল্য, ফেডেরারের বিদায়ের পর তাঁকেই সম্ভাব্য চাম্পিয়ান ভাবা হচ্ছে ৷

Last Updated : Jul 8, 2021, 9:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details