পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জন্মদিনের জয় পেলেন নাদাল, তৃতীয় রাউন্ডে ফেডেরার-জকোভিচ

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছাল টেনিস জগতের বিগ থ্রি ৷

Djokovic
Djokovic

By

Published : Jun 4, 2021, 10:29 AM IST

প্যারিস, 4 জুন : নিজস্ব ভঙ্গিতে 35তম জন্মদিনটা উদযাপন করলেন রাফায়েল নাদাল ৷ 3 জুন 35 বছরে পা দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা ৷ দিনটা রোলাঁ গ্যারোঁর কোর্টেই কেটে গেল নাদালের ৷ এদিন ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল রিচার্ড গাসকেট ৷ স্ট্রেট সেটে 6-0, 7-5, 6-2 প্রতিপক্ষকে উড়িয়ে রাজকীয় মেজাজে তৃতীয় রাউন্ডে প্রবেশ করলেন নাদাল ৷ একইদিনে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পা রেখেছেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ ৷

রেকর্ড 13 বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ৷ এবার আরও একটি রেকর্ডের লক্ষ্যে এগোচ্ছেন নাদাল ৷ তাঁর সামনে 21টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অন্যন্য রেকর্ডের হাতছানি ৷ লাল মাটির অবিসংবাদিত রাজা নাদাল ৷ ধারা মেনে এবারও নাদালের ঝুলিতে ট্রফি ঢুকলে 21টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী প্রথম টেনিস খেলোয়াড়ে পরিণত হবেন ৷ এই নিয়ে 17 বার রিচার্ড গাসকেটের মুখোমুখি হলেন নাদাল ৷ 17 বারই জয় পেয়েছেন তিনি ৷ তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ব্রিটেনে ক্যামেরন নরি ৷

আরও পড়ুন : কমল শরীরে অক্সিজেনের মাত্রা, আইসিইউতে ভর্তি মিলখা

কোর্টের মধ্যে ঝগড়ঝাঁটি করে শিরোনামে ছিলেন রজার ফেডেরারও ৷ ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে 6-2, 2-6, 7-6(4), 6-2 ব্যবধানে হারালেন ৷ তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন বেশি সময় ধরে মুখ মোছার কারণে আম্পায়ার ফেডেরারকে সতর্ক করেন ৷ মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি ৷ কোর্টের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন ৷ পরে মারিন চিলিচ গিয়ে দুজনকে থামান ৷ ফরাসি ওপেনে পুরুষদের বিভাগে সবচেয়ে বেশি 39 বয়সের প্রতিযোগী হলেন ফেডেরার ৷

একইদিনে জকোভিচ হারিয়েছেন উরুগুয়ের পাবলো কুয়োভাসকে ৷ স্ট্রেট সেটে 6-3, 6-2, 6-4 প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি ৷ দু ঘণ্টা 9 মিনিটের ম্যাচে 31টি উইনার হাঁকিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details