পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফেডেরারের প্রশংসা আদায় করেই কোর্ট ছাড়লেন নাগাল

নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে বিশ্বের 190 স্থানাধিকারী সুমিত নাগাল প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে এই ইতিহাস রচনা কেউই ভাবতে পেরেছিল কি না সন্দেহ আছে । অবশ্য প্রথমে চমক দিয়েও শেষ রক্ষা হয়নি । ম্যাচ শেষে হাসিটি হাসলেন 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেডেরার ।

ফেডেরারের প্রশংসা আদায় করেই কোর্ট ছাড়লেন নাগাল

By

Published : Aug 27, 2019, 1:13 PM IST

নিউ ইয়র্ক, 27 অগাস্ট : কনিষ্ঠতম ভারতীয় হিসাবে গ্র্যন্ডস্ল্যাম খেলতে নেমেই প্রথম সেটে হারালেন রজার ফেডেরারকে । নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে বিশ্বের 190 স্থানাধিকারী সুমিত নাগাল প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে এই ইতিহাস রচনা কেউই ভাবতে পেরেছিল কি না সন্দেহ আছে । অবশ্য প্রথমে চমক দিয়েও শেষ রক্ষা হয়নি । ম্যাচ শেষে হাসিটি হাসলেন 20টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেডেরার । আড়াই ঘণ্টার লড়াইয় শেষে ফেডেরারের পক্ষে ম্যাচে ফল দাঁড়ায় 4-6, 6-1, 6-2, 6-4 ।

প্রথম সেটেই 22 বছরের নাগালের সামনে 19টি আনফোর্সড এরর করে বসেন রাজা রজার । সেই ভুলটিকে কাজে লাগিয়েই প্রথম সেট পকেটে পুরে নেন হরিয়ানার নাগাল । তবে এই ধাক্কা খেয়েই জেগে ওঠেন ফেডেরার । এরপর ভারতীয় টেনিসের উঠতি তারকাকে আর ম্যাচে ফিরতে দেননি ফেডেরার । পরের তিনটি সেটই সহজে জিতে নেন রজার ।

ম্যাচ শেষে নাগালের প্রশংসা করেন ফেডেরার । বলেন, "প্রথম সেটটি আমার জন্য বেশ কঠিন ছিল । ও খুব ভালো খেলেছিল প্রথম সেটে । ম্যাচের শুরুটা আমার ঠিক ছিল না ।"

এদিকে ঐতিহাসিক ম্যাচ খেলে উঠে নাগাল বলেন, "আমি রজারের বিরুদ্ধে খেলতে চেয়েছিলাম । সব সময় হার বা জিতের কোনও অর্থ থাকে না । রজারের বিরুদ্ধে খেলার যে অভিজ্ঞতা, তা আমি কখনও ভুলব না । 20টি গ্র্যন্ডস্ল্যম জয়ীর বিরুদ্ধে মেজর টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে পারায় আমি আপ্লুত ।"

ABOUT THE AUTHOR

...view details