পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

French Open 2021: ক্লে কোর্টে নতুন রানি, গ্র্যান্ড স্ল্যাম জিতে প্রয়াত মেন্টরকে স্মরণ বারবোরার

এখন আরও একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে ক্রিচিকোভা ৷ 2000 সালের পর প্রথম মহিলা হিসেবে একই বছরে ফ্রেঞ্চ ওপেনের সিঙ্গল ও ডবলস জেতার মুখে দাঁড়িয়ে তিনি ৷ ক্রিচিকোভা ও তাঁর পার্টনার কাতেজিনা সিনিওকোভা ইতিমধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জিতেছেন ৷ একইসঙ্গে রবিবার প্যারিসে ডবলসের ফাইনালে খেলবেন ক্রিচিকোভা ও কাতেজিনা ৷

বারবোরা ক্রিচিকোভা
বারবোরা ক্রিচিকোভা

By

Published : Jun 12, 2021, 8:55 PM IST

Updated : Jun 12, 2021, 10:24 PM IST

প্যারিস, 12 জুন : মহিলাদের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভা(Barbora Krejcikova) ৷ ফাইনালে হারালেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভ্লুচেনকোভাকে(Anastasia Pavlyuchenkova) ৷ শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে বারবোরা জেতেন 6-1, 2-6 ও 6-4 সেটে ৷

এটাই ছিল 25 বছরের চেক প্রজাতন্ত্রের বারবোরার পঞ্চম বড় টুর্নামেন্ট ৷ একই সঙ্গে তিনি শেষ পাঁচ বছরে তৃতীয় অবাছাই মহিলা খেলোয়াড় যিনি রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হলেন ৷

এখন আরও একটি রেকর্ডের মুখে দাঁড়িয়ে ক্রিচিকোভা ৷ 2000 সালের পর প্রথম মহিলা হিসেবে একই বছরে ফ্রেঞ্চ ওপেনের সিঙ্গল ও ডবলস জেতার মুখে দাঁড়িয়ে তিনি ৷ ক্রিচিকোভা ও তাঁর পার্টনার কাতেজিনা সিনিওকোভা ইতিমধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জিতেছেন ৷ একইসঙ্গে রবিবার প্যারিসে ডবলসের ফাইনালে খেলবেন ক্রিচিকোভা ও কাতেজিনা ৷

40 বছর পর চেক প্রজাতন্ত্রের কোনও টেনিস তারকা ফ্রেঞ্চ ওপেন জিতলেন ৷ জেতার পর ক্রিচিকোভা বলেন, ‘‘জয়টিকে শব্দে প্রকাশ করা প্রায় অসম্ভব ৷ কারণ আমি বিশ্বাস করতে পারছি না ৷ আমি বিশ্বাস করতে পারছি না আমি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি ৷’’

তবে জেতার পর তাঁর মেন্টর, প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন জানা নোভোতনাকে স্মরণ করেন বারবোরা ৷ 2017 সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নোভতনার ৷ 18 বছর বয়সে ক্রিচিকোভাকে বিশ্বের প্রাক্তন দুই নম্বর টেনিস তারকা জানা নোভাতনার কাছে নিয়ে যান তাঁর পিতা-মাতা ৷ নোভাতনার মৃত্যু পর্যন্ত তাঁর কাছে ছিলেন ক্রিচিকোভা ৷

কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার পর ক্রিচিকোভা বলেন, ‘‘জানার মৃত্যুর পর আমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি ৷ আমি তাঁর সঙ্গে প্রায় সবসময় ছিলাম ৷ তাঁর শেষ উপদেশ ছিল, খেলাটি উপভোগ করো ও গ্র্যান্ড স্ল্যাম জেতার চেষ্টা করো ৷’’

আরও পড়ুন : Rafael Nadal : "জীবন গতিশীল, এটা কেবল টেনিস"; ফ্রেঞ্চ ওপেনে হারে প্রতিক্রিয়া নাদালের

এরপর আকাশের দিকে তাকিয়ে ক্রিচিকোভা বলেন, ‘‘আমি জানি জানা যেখানেই থাকুন আমাকে দেখছেন ৷ শেষ দুই সপ্তাহে যা কিছু হয়েছে, সেটা জানার আশীর্বাদের জন্যই হয়েছে ৷ ও আমার অনুপ্রেরণা ৷ আমি জানি ও খুব খুশি হয়েছে ৷’’

Last Updated : Jun 12, 2021, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details