টোকিয়ো, 30 জুলাই : অলিম্পিকসে স্বর্ণ পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ টোকিয়ো থেকে সোনার পদক নিয়ে ফিরতে পারলেন না চলতি বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা ৷ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আলেকজান্ডার জেভরেভের বিরুদ্ধে তিন সেটের ম্যাচ 6-1, 3-6, 1-6 হেরে গেলেন নোভাক জকোভিচ ৷
কেরিয়ারে সোনার সময় চলছে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের ৷ ইতিমধ্যেই বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গিয়েছে ৷ বর্তমানে 20টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী জকোভিচ, রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে একাসনে রয়েছেন ৷ অলিম্পিকসে সোনার পদক জয় জোকারের মুকুটে আরও একটি পালক যোগ করত ৷ গোল্ডেন স্ল্যামের অধিকারী হতে পারতেন তিনি ৷ কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল তাঁকে ৷ বিশ্বের দু নম্বর টেনিস খেলোয়াড় প্রতিপক্ষ জার্মানির আলেকজান্ডার জেভরেভের বিরুদ্ধে হেরে বসলেন জোকার ৷