পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রিয়ার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে US ওপেনের সেমিফাইনালে থিয়েম

ফাইনালে ওঠার ম্যাচে থিয়েম- এর প্রতিপক্ষ ড্যানিল মেদভেদেভ ।

Dominic
Dominic

By

Published : Sep 10, 2020, 2:11 PM IST

নিউ ইয়র্ক, 10 সেপ্টেম্বর : অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে স্ট্রেট সেটে হারিয়ে US ওপেনের সেমিফাইনালে উঠলেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম । এই প্রথম অস্ট্রিয়ার কোনও টেনিস খেলোয়াড় যুক্তরাষ্ট্র ওপেনের সেমিতে পা রাখলেন । প্রতিপক্ষকে 6-1, 6-2, 6-4 সেটে হারিয়েছেন তিনি ।

প্রথম দু'টি সেটে থিয়েম- এর বিরুদ্ধে তেমন লড়াই দিতে পারেননি 21 বছরের মিনাউর । শেষ সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন । থিয়েমকে হারাতে পারলে জুয়ান মার্টিন দেল পত্রোর পর দ্বিতীয় অজি টেনিস খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে উঠতেন মিনাউর ।

ফাইনালে ওঠার ম্যাচে থিয়েম- এর প্রতিপক্ষ ড্যানিল মেদভেদেভ । রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ না থাকলেও এই প্রজন্মের ড্যানিল মেদভেদেভ, সাশা, পাবলোরা রয়েছে । এরা সকলেই এ প্রজন্মের সেরা টেনিস খেলোয়াড় । বিগ থ্রি-র অনুপস্থিতিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দাবিদার এরা সকলেই ।

ABOUT THE AUTHOR

...view details