মেলবোর্ন, 24 জানুয়ারি : শুক্রবার ছিল অস্ট্রেলিয়া ওপেনে অঘটনের দিন ৷ সকালেই ওয়াং চিয়াংয়ের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নেন সেরেনা উইলিয়াম ৷ এরপর বিশ্বের তিন নম্বর তারকা নাওমি ওসাকাকে হারিয়ে চমক দেন অ্যামেরিকান টেনিস তারকা কোকো গাফ ৷
অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন, গতবারের চ্যাম্পিয়নকে হারালেন 15 বছরের কোকো - COCO GUFF BEAT OSAKA
ফের অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে ৷ গতবারের চ্যাম্পিয়নকে হারালেন 15 বছরের অ্যামেরিকান টেনিস তারকা ৷ ভেনাসের পর ওসাকাকে হারিয়ে চমক দিলেন কোকো গাফ ৷
গতবারের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন ওসাকা ৷ শুক্রবার ওসাকাকে স্ট্রেট সেটে হারান 15 বছরের মার্কিন টেনিস তারকা ৷ খেলার ফলাফল 6-3, 6-4 ৷ গতবারের চ্যাম্পিয়নকে খেলা ধরতেই দেননি কোকো ৷ নিজের দুটি মেজর টাইটেল US ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন কোনওটাই ধরে রাখতে পারলেন না ওসাকা ৷
15 বছরের গাফ অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন 7 বারের গ্রান্ড স্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামকে হারিয়ে ৷ ভেনাসকে স্ট্রেট সেট 7-6, 6-3 হারান কোকো গাফ ৷ দ্বিতীয় রাউন্ডে হারান রোমানিয়া টেনিস তারকা সোরানা ক্রিস্টিয়াকে ৷