পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নাদালের হার, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে স্টিসিপাস - নাদালের হার, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে স্টিসিপাস

প্রথম দিকে খেলা দেখে মনে হয়েছিল আজ দিনটা রাফার ৷ প্রথম দুটি সেটে স্টিসিপাসকে দাঁড়াতেই দেননি রাফায়েল ৷ কিন্তু শেষ তিনটি সেটে বাজিমাত করেন গ্রিক তারকা ৷

সেমিফাইনালে স্টিসিপাস
সেমিফাইনালে স্টিসিপাস

By

Published : Feb 17, 2021, 7:54 PM IST

মেলবোর্ন, 17 ফেব্রুয়ারি : চলতি অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শেষ রাফায়েল নাদালের ৷ পাঁচ সেটের লড়াইয়ে গ্রিক তরকা স্টেফানো স্টিসিপাসের কাছে হেরে যান স্প্যানিশ তারকা ৷ অস্ট্রেলিয়ার রড লেভার এরিনায় খেলার ফলাফল 3-6, 2-6, 7-6, 6-4 ও 7-5 ৷

অথচ প্রথম দিকে খেলা দেখে মনে হয়েছিল আজ দিনটা রাফার ৷ প্রথম দুটি সেটে স্টিসিপাসকে দাঁড়াতেই দেননি রাফায়েল ৷ কিন্তু শেষ তিনটি সেটে বাজিমাত করেন গ্রিক তারকা ৷ সেমিফাইনালে পৌঁছাতে স্টিসিপাস নেন 4 ঘণ্টা 5 মিনিট ৷

আরও পড়ুন : কিংস ইলেভেন পঞ্জাব এখন থেকে পঞ্জাব কিংস

বিশ্বের 5 নম্বর টেনিস তারকা তৃতীয় সেটে অসাধারণ কামব্যাক করেন ৷ প্রথম দুই সেটে 6-3 ও 6-2 ব্যবধানে হেরে যাওয়ার পরও ঘুরে দাঁড়ান তিনি ৷ একই সঙ্গে তিনি বিশ্বের দ্বিতীয় টেনিস তারকা যিনি নাদালের কাছে প্রথম দুটি সেটে হেরে যাওয়ার পরও ম্যাচ বের করলেন ৷ সেমিফাইনালে তিনি রাশিয়ান টেনিস তারকা ড্যানিয়েল মেদেভদেভের মুখোমুখি হবেন ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details