মেলবোর্ন, 17 ফেব্রুয়ারি : চলতি অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শেষ রাফায়েল নাদালের ৷ পাঁচ সেটের লড়াইয়ে গ্রিক তরকা স্টেফানো স্টিসিপাসের কাছে হেরে যান স্প্যানিশ তারকা ৷ অস্ট্রেলিয়ার রড লেভার এরিনায় খেলার ফলাফল 3-6, 2-6, 7-6, 6-4 ও 7-5 ৷
অথচ প্রথম দিকে খেলা দেখে মনে হয়েছিল আজ দিনটা রাফার ৷ প্রথম দুটি সেটে স্টিসিপাসকে দাঁড়াতেই দেননি রাফায়েল ৷ কিন্তু শেষ তিনটি সেটে বাজিমাত করেন গ্রিক তারকা ৷ সেমিফাইনালে পৌঁছাতে স্টিসিপাস নেন 4 ঘণ্টা 5 মিনিট ৷