পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনার জেরে সমস্যায় রাজ্য টেবিল টেনিস

কোরোনার জেরে দেশে আপাতত বন্ধ সমস্ত টুর্নামেন্ট। একই দশা রাজ্য রাজ্য টেবিল টেনিসের । নতুন মরশুমের টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয় ।

tennis
ছবি

By

Published : Mar 26, 2020, 5:40 PM IST

Updated : Mar 28, 2020, 12:06 AM IST

কলকাতা, 26 মার্চ : কোরোনার জেরে বড়সড় ধাক্কা খেতে চলেছে চলতি বছরের রাজ্য টেবিল টেনিস। অন্য খেলাগুলির মতো এরাজ্যের টেবিল টেনিসের যাবতীয় কর্মকাণ্ড স্তব্ধ। খেলোয়াড়রাও ঘরবন্দী। ফিটনেস চর্চা এবং স্যাডো প্র্যাকটিস করে দিন কাটছে। এখন নতুন মরসুমের টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে আপাতত সেই অপেক্ষায় রয়েছেন খেলোয়াড়রা। নতুন মরশুমের সূচি নিয়ে চিন্তিত বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্তও।

টেবিল টেনিস মরসুমে রাজ্যজুড়ে বিভিন্ন গ্রেডের কমবেশি 18টি টুর্নামেন্ট হয়ে থাকে। কিন্তু আয়োজকদের একাংশের তরফে জানা যাচ্ছে, কোরোনার জেরে 12টির বেশি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না । কারণ প্রতিটি টুর্নামেন্টের মেয়াদ কমবেশি সাতদিন। একটি টুর্নামেন্ট এবং অপর টুর্নামেন্টের মধ্যে অন্তত দুই থেকে তিন দিনের ব্যবধান রাখতে হয়। তার উপর জ়োনাল টুর্নামেন্টের সূচিও রয়েছে । ফলে 12টির বেশি টুর্নামেন্ট আয়োজন করা যাবে না । আপাতত এমনটাই মনে করছেন টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত ।

রাজ্য টেবিল টেনিসে কোরোনার থাবা

ইয়ুথ ওয়াল্ড চ্যাম্পিয়নশিপ কলকাতায় হওয়ার কথা ছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নিতেন এই প্রতিযোগিতায়। কিন্তু কোরোনার জেরে ইতিমধ্যে তা বাতিল হয়েছে। রাজ্যের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট টেবিল টেনিস টুর্নামেন্ট এবং হুগলি ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।

কী বলছেন টেকমি

14 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলছে। পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তাও এইমুহূর্তে স্পষ্ট নয়। এই অবস্থায় মে মাসে টেবিলে বল গড়ানোর আশা করছে BSTT। সেক্ষেত্রে 10 মে থেকে 18 মে পর্যন্ত টেবিল টেনিস লিগ হওয়ার কথা। এবার লিগের আয়োজনে একটু পরিবর্তন করা হচ্ছে। সম্ভবত হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হবে না। বদলে পৌলমী ঘটকের অ্যাকাডেমিতে যাবতীয় ম্যাচ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন শর্মি সেনগুপ্ত।

অ্যাসোসিয়েশনের মিটিংয়ে যাবতীয় আলোচনা দ্রুত করবেন বলে জানিয়েছেন সচিব। রাজ্য চ্যাম্পিয়নশিপ কবে হবে তারও দ্রুত একটা রূপরেখা তৈরি করে নিতে চান। তবে সবার আগে খেলোয়াড়দের লকডাউনের লক্ষণ রেখা ভাঙতে বারণ করেছেন রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব।

Last Updated : Mar 28, 2020, 12:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details