পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন - ফাইনালে হারালেন গারবিন মুগুরুসাকে

মহিলাদের দ্বিতীয় কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সোফিয়া কেনিন ৷

image
সোফিয়া কেনিন

By

Published : Feb 2, 2020, 9:19 AM IST

মেলবোর্ন, 2 ফ্রেব্রুয়ারি : কেরিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম ৷ অস্ট্রেলিয়ান ওপেন জয় সোফিয়া কেনিনের ৷ শারাপোভার পর দ্বিতীয় কনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসাবে এই নজির গড়লেন সোফিয়া ৷

ফাইনালে হারালেন গারবিন মুগুরুসাকে ৷ খেলার ফলাফল 8-6, 6-2, 6-2 ৷ এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চর্তুদশ বাছাই ছিলেন কেনিন ৷ চ্যাম্পিয়ন হয়ে তিনি বলেন , ‘‘এত দিনে স্বপ্ন পূরণ হল ৷ গত দু’সপ্তাহ সেরা সময় কাটালাম ৷

যদিও প্রথম সেটে হেরে যান কেনিন ৷ কিন্তু দুরন্ত কামব্যাক করেন দ্বিতীয় রাউন্ডে ৷ পরপর দুই সেট দুরন্ত খেলে হারান স্প্যানিশ তারকা মুগুরুসাকে ৷ বর্তমানে ফ্লোরিডায় পাকাপাকিভাবে বসবাক শুরু করার আগে সোফিয়ার পরিবার ছিল মস্কোতে ৷ সেখানেই জন্ম সোফিয়া কেনিনের ৷

ট্রফি হাতে কেনিন

অস্ট্রেলিয়ান ওপেন জয় সহ আরও একটি নতুন ইতিহাস গড়তে চলেছেন কেনিন ৷ আমেরিকার কনিষ্ঠতম টেনিস খেলোয়ার হিসাবে WTA র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকতে চলেছেন তিনি ৷

জয়ের পর সোফিয়া কেনিন

ABOUT THE AUTHOR

...view details