পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন, তৃতীয় রাউন্ড থেকে বিদায় সেরেনার - AUSTRALIA OPEN

মা হওয়ার পর 2017 সালে কামব্যাক করেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা ৷ এরপর চার চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে তাঁকে ৷ আর এবার তো তৃতীয় রাউন্ডের বাধাই টপকাতে পারলেন না ৷

Serena exit from aus open
হারের পর হতাশ সেরেনা

By

Published : Jan 24, 2020, 6:54 PM IST

মেলবোর্ন, 24 জানুয়ারি : মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা বাড়ল সেরেনা উইলিয়ামসের ৷ শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে বড়সড় অঘটন দেখা গেল ৷ 23টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন ৷ তৃতীয় রাউন্ডের ম্যাচে চিনের ওয়াং চিয়াংয়ের বিরুদ্ধে তিন সেটের ম্যাচে হেরে বিদায় নেন অ্যামেরিকান টেনিস তারকা ৷ মেলবোর্ন থেকে সেরেনার দ্রুত বিদায় হতাশ এবং অবাক করেছে টেনিস ভক্তদের ৷ সেরেনার বিপক্ষে ম্যাচের ফলাফল 6-4, 6-7, 7-5 ৷

মা হওয়ার পর 2017 সালে কামব্যাক করেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা ৷ এরপর চার চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে তাঁকে ৷ আর এবার তো তৃতীয় রাউন্ডের বাধাই টপকাতে পারলেন না ৷ মেলবোর্ন থেকে বিদায়ের পর নিজেকেই দুষছেন অ্যামেরিকান এই টেনিস তারকা ৷ আজ চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে 56টি আনফোর্সড এরর করেন ৷ হারের পর হতাশ সেরেনা বলেন, "আমি কী করে এমন খেললাম ৷ এমনটা ভবিষ্যতে হওয়া উচিত নয় মোটেও ৷ আজ চরম অপেশাদারের মতো খেলেছি ৷"

38 বছরের সেরেনা কি আদৌ মার্গারেট কোর্টকে স্পর্শ করতে পারবেন? শুক্রবারের তাঁর বিদায়ের পর এমনই প্রশ্ন ঘুরছে সেরেনা ভক্তদের মাথায় ৷ মার্গারেট কোর্ট 24টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ তাঁর থেকে একটি গ্র্যান্ড স্ল্যাম পিছিয়ে থমকে আছেন সেরেনা ৷ কামব্যকের পর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে ৷ পাশাপাশি টেনিস জগতে উইলিয়ামস বোনেদের দাপট যে ধীরে ধীরে কমছে, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম তারই ইঙ্গিত দিচ্ছে ৷ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে হেরেছেন ভেনাস উইলিয়ামস ৷

ABOUT THE AUTHOR

...view details