লন্ডন, 30 জুন : উইম্বলডন ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন 23 টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী সেরেনা উইলিয়ামস ৷ পায়ের চোটের কারণে ম্যাচ চলাকালীন মাঠেই বসে পড়েন এই টেনিস তারকা ৷ তারপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ৷ এটাই সেরেনা উইলিয়ামসের কেরিয়ারে দ্বিতীয়বার, যখন তিনি উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ৷
প্রথম রাউন্ডের ম্যাচের প্রথম সেটে নিজের পঞ্চম গেমসে সার্ভিস করছিলেন সেরেনা ৷ তখনই বেস লাইনের ধারে বাঁ পায়ে চোট পান তিনি ৷ প্রথম রাউন্ডের ম্যাচে সেরেনা উইলিয়ামস মুখোমুখি হয়েছিলেন বেলারুশের আলিআক্সজান্দ্রো সাসনোভিচের ৷