হবার্ট , 14 জানুয়ারি : 2 বছর পর কোর্টে ফিরেই বাজিমাত সানিয়া মির্জ়ার । হবার্ট ওপেনের শেষ আটে জায়গা পাকা করলেন ভারতীয় টেনিস সুন্দরী । নাদিয়া কিচেনককে সঙ্গী করে ওকসানা কালাশনিকোভা ও মিয়ু কাটো জুটিকে হারালেন 2-6 , 7-6 (10-3) সেটে ৷
মা হওয়ার পর প্রথম কোর্টে নেমেই জয় ছিনিয়ে নিলেন সানিয়া - হবার্ট ওপেন 2020
প্রায় দু'বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন । মাঝের সময়টা তাঁর জীবনে এসেছে পুত্র ইজ়হান ৷ সন্তান হওয়ার পর কোর্টে ফিরেছেন অনেকেই । সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন সানিয়াও ।
প্রথম সেটে চেনা মেজাজে পাওয়া যায়নি সানিয়াকে । প্রায় দু'বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন । মাঝের সময়টা তাঁর জীবনে এসেছে পুত্র ইজ়হান ৷ সন্তান হওয়ার পর কোর্টে ফিরেছেন অনেকেই । সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন সানিয়াও । সুধু ফিরলেনই না জয়ও ছিনিয়ে নিলেন ৷
দাদু -দিদিমার সঙ্গে ইজ়হানও হাজির ছিল মায়ের খেলা দেখতে ৷ ম্যাচের মাঝে বার বার ছেলের সঙ্গে সানিয়াকে খুনসুটি করতে দেখা যায় ৷ ম্যাচ শেষে টুইট করে নিজের উচ্ছাসের কথা প্রকাশ করেন সানিয়া ৷ লেখেন, " আজ আমার জীবনের বিশেষ দিন ৷ দীর্ঘ বিরতির পর খেলতে নেমে মা-বাবার সঙ্গে ছেলের সমর্থন পেয়েছি , এবং প্রথম রাউন্ডে জিতেছি ৷ সবার ভালবাসা পেয়ে গর্বিত ৷ "