পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্বপ্নের কামব্যাক, হোবার্ট জয়ী সানিয়া - Sania Mirza wins

সন্তান ইজ়হানের জন্মের দু’বছর পর কোর্টে ফিরেই ট্রফি জয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার ৷ নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারনাশ্যানল ট্রফি জয় সানিয়ার ৷

image
সানিয়া মির্জা

By

Published : Jan 18, 2020, 3:32 PM IST

Updated : Jan 18, 2020, 8:02 PM IST

হোবার্ট, 18 জানুয়ারি : স্বপ্নের কামব্যাক করলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা ৷ দু’বছর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরেই WTA হোবার্ট ইন্টারন্যাশনালে মহিলা ডবলস ট্রফি জিতলেন তিনি ৷

ইউক্রেনীয় পার্টনার নাদিয়া কিচেনককে সঙ্গী করে হারালেন ঝা্যাং সুয়াই ও পেঙ্গ সুয়াই জুটিকে ফাইনালে হারালেন তাঁরা ৷ খেলার ফলাফল 6-4, 6-4 ৷ দুটি সেটেই কার্যত দাঁড়াতেই পারেননি ঝা্যাং সুয়াই ও পেঙ্গ সুয়াই জুটি ৷ 1 ঘণ্টা 21 মিনিটেই শেষ হয় খেলা ৷

সন্তান ইজ়হানের জন্মের পর এটাই ছিল সানিয়ার প্রথম টুর্নামেন্ট ৷ 2007 সালে ব্রিসবেন ইন্টারন্যাশনাল এই ট্রফির পর এটাই তাঁর প্রথম ট্রফি ৷ এটা সানিয়ার কেরিয়ারের 42 তম WTA ডবলস ট্রফি ৷

Last Updated : Jan 18, 2020, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details