ওসত্রাভা (চেক রিপাবলিক), 26 সেপ্টেম্বর: মা হওয়ার পর বেশ কয়েক মাস হল টেনিস কোর্টে ফিরেছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ৷ কিন্তু, কোনও টুর্নামেন্টে সাফল্য অর্জন করতে পারেননি ৷ অবশেষে সেই প্রতিক্ষার অবসান হল ৷ টেনিস কোর্টে ফেরার পর এবছরে প্রথম খেতাব জিতলেন টেনিস সুন্দরী ৷ ওসত্রাভা ওপেনের মহিলাদের ডবলস ফাইনাল জিতলেন সানিয়া ৷ তাঁর চিনা পার্টনার সুয়াই জাংয়ের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষ ক্যাইটলিন ক্রিশ্চিয়ান এবং এরিন রাউটলিফকে 6-3 এবং 6-2 স্ট্রেট সেটে হারালেন ৷
রবিবার এক ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে মার্কিন ক্যাইটলিন ক্রিশ্চিয়ান এবং কিউই এরিন রাউটলিফকে হারান সানিয়া এবং তাঁর চিনা পার্টনার ৷ এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন সানিয়া এবং তাঁর সঙ্গী ৷ উল্লেখ, এদিনের ফাইনাল ম্যাচে একটিও ডবল ফল্ট করেননি তাঁরা ৷ ফার্স্ট সার্ভ পারসেনটেজেও অনেকটাই এগিয়ে ছিলেন প্রতিপক্ষের তুলনায় ৷ ফার্স্ট সার্ভে জেতার ক্ষেত্রে 71 শতাংশ সাফল্য পেয়েছে সানিয়া-সুয়াই জুটি এবং সেকেন্ড সার্ভে জয়ের হার ছিল 75 শতাংশ ৷ এদিন মোট 8টি ব্রেক পয়েন্ট জেতার সুযোগ পেয়েছিলেন সানিয়ারা ৷ কিন্তু, তার মধ্যে মাত্র 3টি ব্রেক পয়েন্টেকেই কাজে লাগাতে পেরেছেন তাঁরা ৷