নয়াদিল্লি, 3 জুন : কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং সংযুক্ত আরব আমিরশাহী ও ইংল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানালেন টেনিস তারকা সানিয়া মির্জা ৷ আজ তাঁর ছেলে ইজহান এবং বোন আনামের ইংল্যান্ডের ভিসা মঞ্জুর হয়েছে ৷ যার জন্যই ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সানিয়া ৷
প্রসঙ্গত, টোকিও অলিম্পিকের প্রস্তুতির জন্য একমাসের জন্য ইংল্যান্ডে একাধিক টুর্নামেন্ট খেলতে যাবেন সানিয়া মির্জা ৷ কিন্তু, সেখানে তিনি তাঁর ছেল ইজহান এবং বোন আনামকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন ৷ স্পোর্টস পার্সন হওয়ায় সানিয়া ভিসা পেলেও, তাঁর ছেলে ও বোনকে ভিসা দিচ্ছিল না ব্রিটিশ সরকার ৷ কারণ করোনা সংক্রমণের জন্য ভারত সহ বেশ কয়েকটি দেশকে রেড লিস্টেড করে রেখেছে ইংল্যান্ড ৷ এইসব দেশগুলি থেকে কাউকে ইংল্যান্ড যেতে হলে কড়া বিধিনিষেধের মধ্য়ে দিয়ে যেতে হবে ৷ তাই সানিয়া মির্জার বোন ও ছেলের ভিসা পেতে সমস্যা হচ্ছিল ৷ যা নিয়ে ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ হয়েছিলেন সানিয়া ৷ সেই মতো ভারতের তরফেও ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করা হয় ৷