হবার্ট, 17 জানুযারি : হবার্ট ওপেনের মহিলাদের ডাবলসের ফাইনালে ইন্দো-ইউক্রেনিয়ান জুটি সানিয়া মির্জা় ও নাদিয়া কিচেনক । সেমিফাইনালে অ্যামেরিকান জুটি ক্রিস্টিয়ানা ম্যাকহেল ও ভানিয়া কিং-কে 7-6 (7-3), 6-2 সেটে হারেলেন সানিয়া-কিচেনক জুটি ।
1 ঘণ্টা 24 মিনিটের ম্যাচে প্রথম সেটে সানিয়া ও কিচেনক জুটিকে বেশ চাপে ফেলে দেয় ম্যাকহেল কিং জুটি ৷ 6-6 হওয়ার পর প্রথম সেট গড়ায় টাইব্রেকারে । সেখানেই মুনশিয়ানা দেখান সানিয়া । টাইব্রেকারে 7-3 এ সেট ছিনিয়ে নেয় সানিয়া-কিচেনক জুটি । দ্বিতীয় সেটে অবশ্য দাঁড়াতে পারেনি ম্যাকহেল-ভিনায় জুটি । তিন বার বিপক্ষের সার্ভিস ভেঙে ম্য়াচ নিজেদের পকেটে পুরে নেন সানিয়া ও কিচেনক ।