পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কামব্যাক টুর্নামেন্টের ফাইনালে সানিয়া - হবার্ট ওপেনের ফাইনালে সানিয়া

হবার্ট ওপেনে এক অন্য রূপে দেখা দিয়েছেন সানিয়া । কোর্টে সেই চেনা মেজাজের সঙ্গে ম্যাচের ফাঁকে ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি ৷ দু'দিক সামলে রূপকথার মত পৌঁছে গেছেন ফাইনালে ৷

সানিয়া মির্জ়া
sania mirza

By

Published : Jan 17, 2020, 1:34 PM IST

হবার্ট, 17 জানুযারি : হবার্ট ওপেনের মহিলাদের ডাবলসের ফাইনালে ইন্দো-ইউক্রেনিয়ান জুটি সানিয়া মির্জা় ও নাদিয়া কিচেনক । সেমিফাইনালে অ্যামেরিকান জুটি ক্রিস্টিয়ানা ম্যাকহেল ও ভানিয়া কিং-কে 7-6 (7-3), 6-2 সেটে হারেলেন সানিয়া-কিচেনক জুটি ।

1 ঘণ্টা 24 মিনিটের ম্যাচে প্রথম সেটে সানিয়া ও কিচেনক জুটিকে বেশ চাপে ফেলে দেয় ম্যাকহেল কিং জুটি ৷ 6-6 হওয়ার পর প্রথম সেট গড়ায় টাইব্রেকারে । সেখানেই মুনশিয়ানা দেখান সানিয়া । টাইব্রেকারে 7-3 এ সেট ছিনিয়ে নেয় সানিয়া-কিচেনক জুটি । দ্বিতীয় সেটে অবশ্য দাঁড়াতে পারেনি ম্যাকহেল-ভিনায় জুটি । তিন বার বিপক্ষের সার্ভিস ভেঙে ম্য়াচ নিজেদের পকেটে পুরে নেন সানিয়া ও কিচেনক ।

কামব্যাক টুর্নামেন্টে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন প্রাক্তন ডাবলস নম্বর ওয়ান । প্রতিদিন ম্যাচের সময় উপস্থিত থাকছে তাঁর ছেলে ইজ়হান । হবার্ট ওপেনে এক অন্য রূপে দেখা দিয়েছেন সানিয়া । কোর্টে সেই চেনা মেজাজের সঙ্গে ম্যাচের ফাঁকে ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি ৷ দু'দিক সামলে রূপকথার মত পৌঁছে গেছেন ফাইনালে ৷

শনিবার ফাইনালে সানিয়াদের সামনে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই চিনের সুয়াই জ্যাং ও সুয়াই পেংয় । পরপর দুটি ম্যাচে ওয়াক-ওভার পেয়ে ফাইনালে পৌঁছেছে চিনা জুটি । খেতাবি ম্যাচে অবশ্য তাঁদের পড়তে হবে কড়া চ্যালেঞ্জের সামনে ।

ABOUT THE AUTHOR

...view details