জুরিখ, 13 জুলাই : টোকিয়ো অলিম্পিকস থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার ৷ টেনিস কিংবদন্তি জানিয়েছেন, দেশের হয়ে খেলার জন্য সব সময়ই মুখিয়ে থাকেন ৷ কিন্তু হাঁটুর চোটের কারণে টোকিয়ো অলিম্পিকসে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না ৷ এর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি ৷
সম্প্রতি উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ফেডেরার ৷ অনামী পোল্যান্ডের হুবার্ট হুরকাজের কাছে স্ট্রেটে হারতে হয় তাঁকে ৷ এর পরই প্রশ্ন উঠতে শুরু করে, এটাই কী টেনিস কিংবদন্তির শেষ উইম্বলডন ছিল ৷ কেরিয়ার আর কতখানি দীর্ঘ করবেন, তা নিয়েও সংশয় তৈরি হয় ৷ যদিও এখনও অবধি অবসরের কথা জানাননি ফেডেরার ৷ তবে এদিন ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন, অলিম্পিকস থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন তিনি ৷