পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"বেবি ফেড"-এর কাছে হেরে US ওপেন থেকে বিদায় রজারের - baby fed

বেবি ফেডের কাছে US ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ফেডেরার । পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফেডেরারের কাছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেলেন বেবি ফেড, থুড়ি গ্রিগর দিমিত্রভ ।

"বেবি ফেড"-এর কাছে হেরে US ওপেন থেকে বিদায় রজারের

By

Published : Sep 4, 2019, 12:19 PM IST

নিউইয়র্ক, 4 সেপ্টেম্বর : US ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রজার ফেডেরার । বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভের কাছে 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 সেটে হারেন তিনি ।

কেরিয়ারের শুরুর পর থেকে ফেডেরার সঙ্গে তুলনা শুরু হয় গ্রিগর দিমিত্রভের । কারণ, তাঁর ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড বা সার্ভ দেখে মনে হত ফেডেরার স্বয়ং কোর্টে নেমেছেন । খেলার ধরনে এই মিল থাকার কারণে দিমিত্রভকে "বেবি ফেড" বা খুদে ফেডেরার ডাকা হয় । যদিও দিমিত্রভের ডাকনামটা পছন্দ ছিল না, নিজে বারবার আহ্বান জানিয়েছেন তাঁকে এই নামে যেন ডাকা না হয় । সেই বেবি ফেডের কাছেই US ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ফেডেরার । পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফেডেরারের কাছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেলেন বেবি ফেড, থুড়ি গ্রিগর দিমিত্রভ ।

এর আগে ফেডেরারের বিপক্ষে সাতবার খেলে একবারও জিততে পারেননি দিমিত্রভ । সেই সাত ম্যাচের 18টি সেটের মধ্যে মাত্র দুটিতে জিততে পেরেছিলেন তিনি । চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ফেডেরার । স্বাভাবিকভাবেই গতকাল কোয়ার্টার ফাইনালে ফেভারিট ছিলেন ফেডেরার ।

ম্যাচটি ফেডেরার শুরুও করেন নিজের নামের উপর সুবিচার করে । প্রথম সেট 6-3 গেমে অনায়াসে জেতেন । কিন্তু দ্বিতীয় সেটে 6-4 গেমে জিতে নিয়ে ম্যাচে সমতা ফেরান দিমিত্রভ । পরের সেট আবারও 6-3 গেমে জেতেন ফেডেরার । চতুর্থ সেটে 6-4 গেমে জিতে ফের সমতা ফেরান দিমিত্রভ । শেষ সেটে নিজের ফর্ম ধরে রাখতে পারেননি ফেডেরার । ফেডেরারকে হারাতে পারবেন, ততক্ষণে এই আত্মবিশ্বাসটা এসে গিয়েছিল দিমিত্রভের মনে । আর সেই আত্মবিশ্বাসের কাছে পাত্তাই পাননি ফেডেরার । পঞ্চম সেটটা 6-2 গেমে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন 20টি গ্র্যন্ডস্ল্যাম জয়ী ।

এদিকে মেয়েদের সিঙ্গলসে সহজ জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস । 37 বছর বয়সি অ্যামেরিকান তারকা মাত্র 44 মিনিটে চিনের ওয়াং কিয়াংকে বিধ্বস্ত করেন 6-1, 6-0 গেমে । 24তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপার খোঁজে থাকা সেরেনা শেষ চারে ইউক্রেনের এলিনা সভিতোলিনার বিপক্ষে লড়বেন । ব্রিটেনের ইয়োহানা কন্তাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সভিতোলিনা ।

ABOUT THE AUTHOR

...view details