পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rafael Nadal : "জীবন গতিশীল, এটা কেবল টেনিস"; ফ্রেঞ্চ ওপেনে হারে প্রতিক্রিয়া নাদালের

নাদাল বলেন, "যদি সবকিছু ঠিকঠাক চলে তবে আগামীকাল আমি নিজের বাড়িতে থাকব পরিবার ও বন্ধুদের সঙ্গে ৷ তখন ভাবব এরপর কী করা যায় ৷"

reaction-of-rafael-nadal-after-losing-french-open-semifinal
reaction-of-rafael-nadal-after-losing-french-open-semifinal

By

Published : Jun 12, 2021, 12:18 PM IST

প্যারিস, 12 জুন : "জীবন গতিশীল, এটা কেবল টেনিস ৷" ফ্রেঞ্চ ওপেনে (French open) ঐতিহাসিক হারের পর প্রতিক্রিয়া রাফায়েল নাদালের (Rafael Nadal) ৷

রোলাঁ গারোর সম্রাট, 13 বারের চ্যাম্পিয়ান, ষোলো বছরে 108 ম্যাচে 3 বার মাত্র হার, সেই কিংবদন্তি রাফায়েল নাদালকে শুক্রবার হার স্বীকার করতে হয়েছে ক্রম তালিকায় বর্তমান বিশ্ব সেরা আরেক কিংবদন্তি নোভাক জকোভিচের (Novak Djokovic) কাছে ৷ গতকাল এক রুদ্ধশ্বাস ঐতিহাসিক ম্যাচে 6-3, 3-6, 7-6 (7/4), 6-2 ফলাফলে জয় ছিনিয়ে নেন জকোভিচ ৷ 4 ঘণ্টা 11 মিনিটের খেলার সেই হার নিয়ে পড়ে থাকতে নারাজ নাদাল ৷

নাদাল বলেন, "বছরের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে হার হওয়ায় আমি দুঃখিত ৷ কিন্তু জীবন গতিশীল ৷ এটা টেনিসে কোর্টে একটা হার ছাড়া কিছু না ৷"

35 বছরের টেনিস তারকার কথায়, "যদি সবকিছু ঠিকঠাক চলে তবে আগামীকাল আমি নিজের বাড়িতে পরিবার ও বন্ধুদের সঙ্গে থাকব ৷ তখন ভাবব এরপর কী করা যায় ৷"

আরও পড়ুন: French Open : হার নাদালের, জিতলেন জকোভিচ; কার্ফু উড়িয়ে ইতিহাসের সাক্ষী রোলাঁ গারো

বয়স বাড়লেও 2022-এও ফ্রেঞ্চ ওপেন খেলতে চান নাদাল ৷ প্যারিসের সুরকির কোর্টে ফের নিজের দাপট দেখাতে চান ৷

নাদাল বলেন, "আমি জানি এটা (ফ্রেঞ্চ ওপেন) কতখানি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আমার জন্য ৷ এও বুঝি যে, এখানে 15-16 বার চ্যাম্পিয়ান হওয়া সম্ভব না ৷ পরের বছর আবার আসব ৷ ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, যাবতীয় পরিশ্রম করে নিজেকে আরেকটা সুযোগ দিতে চাই ৷"

ABOUT THE AUTHOR

...view details