প্যারিস, 9 জুন : ক্লে কোর্টের সম্রাট । এভাবেই তাঁকে অভিহিত করা হয় । আর সেই রাজার হাতেই উঠল এবারের ফরাসি ওপেনের ট্রফি । ডমিনিক থিয়েমকে হারিয়ে 12 তম ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল । তাঁর পক্ষে ম্যাচের ফল 6-3, 5-7, 6-1,6-1 ।
2005 সালে প্রথমবার ফরাসি ওপেন জিতেছিলেন স্পেনের এই টেনিস তারকা । তারপর থেকে এই 14 বছরে মাত্র 3 বার অন্য কেউ ফরাসি ওপেন ট্রফি জিতেছেন । 2009, 2015 এবং 2016 সালে । আর এই তিনবারের মধ্যে 2016 সালে চোটের জন্য ফরাসি ওপেনে নামেননি নাদাল । সবমিলিয়ে আজকের ম্যাচ ধরলে ফরাসি ওপেনে 93টি ম্যাচে জিতেছেন তিনি । আর হার মাত্র 2টি ম্যাচে ।
অস্ট্রিয়া তারকা থিয়েমের বিরুদ্ধে গতবারও ফাইনাল খেলেছিলেন নাদাল । সেমিফাইনালে 5 সেটের লড়াইয়ে নোভাক জোকোভিচকে হারান অস্ট্রিয়া তারকা । থিয়েম এবার নাদালকে কড়া টক্কর দেবেন বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা ।