মেলবোর্ন, 13 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জয় স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের ৷ ব্রিটিশ প্রতিপক্ষ ক্যামরন নরিকে 5-7, 2-6, 5-7 ফলাফলে হারালেন কুড়িটি গ্র্যান্ডস্লাম জয়ী ৷ আজ রড লেভার এরিনায় প্রথম সেটের গেমেই ফয়সলার জন্য একটি অতিরিক্ত গেম খেলতে হয় নাদালকে ৷ 5-7 স্কোর লাইনে প্রথম সেট শেষ করেন নাদাল ৷ তবে, দ্বিতীয় ব্রিটিশ প্রতিপক্ষকে আর দাঁড়াতে দেননি তিনি ৷ 2-6 স্কোর লাইনে দ্বিতীয় সেটও নিজের দখলে নেন তিনি ৷
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জয় নাদালের - স্ট্রেট সেটে জয়
মেলবোর্নকে 5-7, 2-6, 5-7 স্কোর লাইনে স্ট্রেট সেটে জয় রাফায়েল নাদালের ৷ ফলে তৃতীয় রাউন্ডের খেলায় জিতে পরবর্তী পর্যায়ে পৌঁছে গেলেন স্প্যানিশ তারকা ৷
আরও পড়ুন : স্ট্রেট সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল
এদিন শুরু থেকেই নাদালকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিলেন ব্রিটিশ টেনিস খেলোয়াড় ক্যামরন নরি ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ কয়েকবার বেগ পেতে হয় নাদালকে ৷ বিশেষ করে তৃতীয় সেটে এক সময় যখন মনে হচ্ছি নাদাল সহজেই ম্যাচ জিতে যাবেন, তখন পালটা লড়াই দেন নরি ৷ ফলে তৃতীয় সেটের গেমও শেষ করতে অতিরিক্ত সময়ে খেলা গড়ায় ৷ এক সময় নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন ক্যামরন নরি ৷ তবে, অভিজ্ঞতায় ভরা নাদালের কাছে টিকতে পারেননি ব্রিটিশ খেলোয়াড় ৷ তৃতীয় সেটেও 5-7 ফলে নাদালের কাছে হারতে হয় তাঁকে ৷ এখনও পর্যন্ত এবারের অস্ট্রেলিয়ান ওপেনে একটিও সেট হারেননি স্প্যানিশ তারকা খেলোয়াড়৷