পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Australian Open 2022 : অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন নাদাল, জকোভিচকে নিয়ে সংশয় - Rafael Nadal covid positive

রাফায়েল নাদাল করোনা আক্রান্ত হলেও, সঠিক সময়ে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2022) খেলার জন্য সেদেশে পৌঁছে যাবেন স্প্যানিশ তারকা (Rafael Nadal will Play in Australian Open) ৷ এমনটাই আশা প্রকাশ করেছেন টুর্নামেন্টের প্রধান ক্রেল তিলে ৷ তবে, নোভাক জকোভিচের টুর্নামেন্ট অংশ নেওয়া নিয়ে সংশয় রয়েছে তাঁর (Australian Open chief on Novak Djokovic participation) ৷

Australian Open 2022
Australian Open 2022

By

Published : Dec 23, 2021, 2:17 PM IST

Updated : Dec 23, 2021, 4:10 PM IST

মেলবোর্ন, 23 ডিসেম্বর : স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল করোনা আক্রান্ত ৷ এই পরিস্থিতে আগামী মাসে মেলবোর্নে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2022) তিনি খেলবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷ কিন্তু, স্প্যানিশ তারকার খেলা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেগ তিলে ৷ বুধবার তিনি সাংবাদিকদের প্রশ্নে জানান, রাফায়েল নাদালের অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী (Rafael Nadal will Play in Australian Open) ৷ তবে, বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের খেলা নিয়ে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন ৷

তিলে নাদাল প্রসঙ্গে জানিয়েছেন, 20 বার গ্র্যান্ড স্ল্যাম জেতা টেনিস তারকা করোনা থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন এবং অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য সঠিক সময়ে যাত্রা করবেন ৷ তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত রাফা এখানে আসবে ৷’’ গত সোমবার করোনার রিপোর্ট পজিটিভ আসে রাফায়েল নাদালের ৷ তার পর থেকে তিনি খুবই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে জানিয়েছেন নাদাল ৷ বুধবার নাদালের কোচ কার্লোস মোয়ারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷

আরও পড়ুন : Nadal tested covid positive : করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত নাদাল

তবে, নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্টের উদ্যোক্তা ৷ জানা গিয়েছে, নোভাক জকোভিচ করোনা ভাইরাসের ভ্যাকসিের দু’টি ডোজ নিয়েছেন কিনা, তা তিনি জানাননি (Australian Open chief on Novak Djokovic participation) ৷ এমনকি তিনি নিজের মেডিক্যাল রিপোর্ট ব্যক্তিগত রাখতে চান ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া সকল টেনিস খেলোয়াড়কে ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া বাধ্যতামূলক ৷ আর তা না হলে তাঁকে ঘন ঘন করোনা পরীক্ষা করাতে হবে টুর্নামেন্টের মাঝে ৷

Last Updated : Dec 23, 2021, 4:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details