পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অলিম্পিক্সে কি দেখা যাবে রাফায়েল নাদালকে ?

ইতিমধ্যেই অলিম্পিক্স হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাপানের পুরুষ ও মহিলা টেনিস তারকা কেই নিশিকোরি ও নাওমি ওসাকা ৷

রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

By

Published : May 12, 2021, 7:18 AM IST

নয়া দিল্লি, 12 মে : সামনেই টোকিও অলিম্পিক্স ৷ তবে সেই অলিম্পিক্সে কি অংশগ্রহণ করবেন 2008 বেজিং অলিম্পিক্সের সোনা জয়ী রাফায়েল নাদাল ? প্রশ্নটা নিজেই উস্কে দিয়েছেন নাদাল ৷ কারণ স্পেনীয় টেনিস তারকা বলছেন অলিম্পিক্সে অংশগ্রহণ করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি ৷ পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন ৷

জাপানে টোকিওর তিনটি প্রদেশ ও আরও তিনটি এলাকায় চলতি মাসের শেষ পর্যন্ত স্টেট এমারজেরন্সি জারি করা আছে ৷ বাড়ছে কোভিড 19 আক্রান্তের সংখ্যা ৷ এর মাঝে পুনরায় সূচি বানানো অলিম্পিক্স অনুষ্ঠিত হওয়ার কথা 23 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ৷ তবে বর্তমান পরিস্থিতিতে গেমসের আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে ৷

রোম মাস্টার খেলতে ব্যস্ত নাদাল এক প্রেস কনফারেন্সে বলেন, ‘‘ সত্যি বলতে কী, আমি এখনও কিছু জানি না ৷ আমি পরিষ্কার উত্তর দিতে পারব না, কারণ আমি নিজেও জানি না ৷ আমি আমার ক্যালেন্ডার সম্পর্কে এখনও কিছু জানি না ৷ স্বাভাবিক অবস্থায়, আমি অলিম্পিক্স মিস করার ব্যাপারে চিন্তাই করতে পারি না ৷ সবাই জানে অলিম্পিক্সে খেলা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ৷’’

এরপর নাদাল বলেন, ‘‘ বর্তমান পরিস্থিতিতে আমি কিছু জানি না ৷ দেখা যাক শেষ দুই মাসে পরিস্থিতি কোন দিকে যায় ৷ আমাকে আমার সূচি নির্ধারণ করতে হবে ৷ সাধারণ সময়ে আমি জানুয়ারির এক তারিখ থেকেই গোটা মরসুমের সূচি জানি ৷’’

আরও পড়ুন : ভ্যাকসিনেটেড 22 গজের যোদ্ধারা, আর আপনি ?


ইতিমধ্যেই অলিম্পিক্স হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাপানের পুরুষ ও মহিলা টেনিস তারকা কেই নিশিকোরি ও নাওমি ওসাকা ৷

ABOUT THE AUTHOR

...view details