পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডেভিস কাপ স্কয়্যাডে লি, খেলবেন বেঙ্গালুরু ওপেনও - Leander paes

গতবছর পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে ভারতীয় দলে ফিরে চমকে দিয়েছিলেন ৷ আগামী মার্চে ডেভিস কাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ে ভারতীয় দলে রাখা হয়েছে লিয়েন্ডার পেজ-কে ৷ বেঙ্গালুরু ওপেনে খেলার সম্মতিও দিয়েছেন তিনি ৷

Paes retained in Davis Cup squad
ডেভিস কাপ স্কোয়াডে লি

By

Published : Feb 6, 2020, 9:15 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: টেনিস সার্কিটকে বিদায় জানানোর জন্য প্রস্তুত তিনি ৷ 30 বছরের পেশাদারি টেনিস জীবনের ইতি টানবেন এবছরই ৷ তার আগে ভারতের ডেভিস কাপ টিমে জায়গা ধরে রাখলেন লি ৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ছয় সদস্যের টিমে রাখা হয়েছে লিয়েন্ডারকে ৷ পাশাপাশি বেঙ্গালুরু ওপেনেও খেলবেন তিনি ৷

বয়স 46-এর কোঠায় ৷ গত বছর ডাবলস ব়্যাঙ্কিংয়ে একশোর নিচে নেমে গেছিলেন ৷ স্বাভাবিকভাবেই উঠছিল পেজের অবসর জল্পনা ৷ তার মাঝেই পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন লিয়েন্ডার ৷ যদিও তাঁর বিদায়ের সময় যে আগত তা গত বছরের ডিসেম্বরে টুইটের মাধ্যমে নিজেই জানিয়ে দেন ৷ চলতি বছরে তাই বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন লি ৷ তার মধ্যে একটা হল বেঙ্গালুরু ওপেন ATP চ্যালেঞ্জার ৷ দেশের মাটিতে সেটাই হয়ত শেষ টুর্নামেন্ট লি-র ৷ নিজের শহরে পরিচিত দর্শকদের সামনে কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে চাইছেন তিনি ৷ 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বেঙ্গালুরু ওপেন ৷

অন্যদিকে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ারে টাইয়ে 6 এবং 7 মার্চ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ভারত ৷ প্রত্যাশামতোই দলে ফিরেছেন প্রজনেশ গুনেশ্বরণ ৷ ছয় সদস্যের স্কয়্যাডে বাকি সিঙ্গলস খেলোয়াড়রা হলেন সুমিত নাগাল এবং রামকুমার রামানাথান ৷ বাকি তিন ডাবলস খেলোয়াড় হলেন রোহন বোপান্না, দ্বিভিজ শরণ এবং লিয়েন্ডার পেজ ৷ পাকিস্তান যেতে রাজি না হওয়ায় গতবছর মহেশ ভূপতির পরিবর্তে ডেভিস কাপে ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেন বাছা হয়েছিল রোহিত রাজপালকে ৷ এবারও তিনি নন প্লেয়িং ক্যাপ্টেন থাকছেন ৷

ABOUT THE AUTHOR

...view details