পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

থিয়েমের লড়াইও আটকাতে পারল না জোকোভিচকে, ফের জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন

এই নিয়ে আটবার । ফের অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ৷

novak djokovich
ট্রফি হাতে জকোভিচ

By

Published : Feb 2, 2020, 7:14 PM IST

মেলবোর্ন, 2 ফেব্রুয়ারি: তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই ৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালটা ছিল ঠিক এরকমই ৷ একজন 16টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ৷ অন্যজনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাওয়া তখনও বাকি ৷ কিন্তু, জয়ের স্বাদ না পেলেও নোভাক জকোভিচকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিলেন না ডমিনিক থিয়েম ৷ চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন ৷ যদিও পাঁচ সেটের থ্রিলার শেষে রেকর্ড আটবার অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি উঠল জকোভিচের হাতে ৷ সার্বিয়ান তারকার পক্ষে ম্যাচের ফল 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 ৷

গ্যালারি থেকে থিয়েমের নামে রব উঠছিল বারবার ৷ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের ধারাভাষ্য দিতে গিয়ে জিম কুরিয়্যার তো বলেই দিলেন, রড লেভার এরিনায় 90 শতাংশ দর্শকের সমর্থন ডমিনিক থিয়েমের দিকে ৷ যা মেনে নিতে পারছিলেন না নোভাক জকোভিচ ৷ মেজাজ হারিয়ে দর্শকদের উদ্দেশে একবার চেঁচিয়েও উঠলেন ৷ কিন্তু দর্শকদের থামানো যায়নি ৷ নরম্যান ব্রুকস চ্যালেঞ্জ ট্রফি যাতে অস্ট্রিয়ার তরুণের হাতে ওঠে সেই প্রার্থনাই করছিল মেলবোর্নের অধিকাংশ দর্শক ৷ শেষ পর্যন্ত সেই প্রার্থনা সফল হল না ৷ পঞ্চম সেটের থ্রিলার শেষে জকোভিচের কাছে হার মানলেন থিয়েম ৷ এই নিয়ে তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হল থিয়েমকে ৷

ম্যাচ শেষে থিয়েমকে আলিঙ্গন জকোভিচের

ম্যাচের ফেভারিট জকোভিচ শুরুটা করেছিলেন চেনা ভঙ্গিতেই ৷ 6-4 ব্যবধানে জিতেছিলেন প্রথম সেট ৷ পিছিয়ে পড়ে কামব্যাক করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন থিয়েম ৷ পরের দুটি সেট জিতলেন 6-4, 6-2 ব্যবধানে ৷ মেলবোর্নের বেশিরভাগ দর্শককে হতাশ করে চতুর্থ সেটে (6-3) ফিরে আসেন জকোভিচ ৷ পঞ্চম তথা ম্যাচ নির্ণায়ক সেটের হাড্ডাহাড্ডি লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করল দর্শক ৷ 6-4 ব্যবধানে নির্ণায়ক সেট জয়ের পর হারানো সিংহাসন ফিরে পেলেন জকোভিচ ৷ রাফায়েল নাদালকে সরিয়ে পুরুষদের র্যাঙ্কিয়ে উঠে এলেন এক নম্বরে ৷

ABOUT THE AUTHOR

...view details