প্যারিস, 5 জুন : ফ্রেঞ্চ ওপেনের (French Open 2021) চতুর্থ রাউন্ডে নিজের নাম পাকা করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ আগাগোড়া দাপট দেখিয়ে হারালেন বিশ্বের 93 নম্বর টেনিস প্লেয়ার লিথুয়ানিয়ান রিকার্ডস বেরানকিসকে ৷ খেলার ফলাফল 6-1, 6-4, 6-1 ৷
আগে বেরানকিসের বিরুদ্ধে তিনবার নেমেছিলেন জোকার ৷ প্রতিবারই বেরানকিসকে হারান এই সার্বিয়ান টেনিস তারকা ৷ নিজের 19তম গ্র্যান্ড স্ল্যামের উদ্দেশে নেমেছেন জকোভিচ ৷