বেলগ্রেদ(সার্বিয়া), 29 জুন : সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকভিচের ৷ কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ এবার খুনের হুমকি পেলেন তিনি ৷
কোরোনা সংক্রমণের মাঝেই চ্যারিটি টুর্নামেন্ট আদ্রিয়া টুরের আয়োজন করেছিলেন জোকভিচ ৷ আর সেখান থেকেই একের পর এক প্রতিযোগী কোরোনায় আক্রান্ত হন ৷ সংক্রমিত হয়েছিলেন জোকভিচও ৷ এছাড়া আক্রান্ত হন গ্রিগর দিমিত্রভ ৷
সার্বিয়ার রাজধানী বেলগ্রেদ ছাড়াও আদ্রিয়া টুরের আয়োজন ক্রোয়েশিয়ার জাডার শহরে করেন জোকভিচ ৷ সেখানেই এই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ৷ সেখানেই ফাইনাল ম্যাচে নামার কথা ছিল জোকভিচের ৷ সেই জাডার শহরের অদূরে ক্রোয়োশিয়ার স্প্লিট শহরের রাস্তায় লেখা একটি পোস্টার পাওয়া যায় ৷ সেখানে লেখা আছে, ‘‘জোকভিচ তোমার মৃত্যু হোক ৷ স্প্লিট শহর থেকে তোমার মৃত্যু কামনা করা হল ৷ তোমার মৃত্যু হোক ৷’’