পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খেতাব জয়ের পর কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধাজ্ঞাপন জকোভিচের - বিশ্বের দুই নম্বর টেনিস তারকা

কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের পর বাস্কেটবল কিংবদন্তি প্রয়াত কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধাজ্ঞাপন জকোভিচের ৷ রবিবার অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় করেন তিনি ৷

image
জোকার

By

Published : Feb 3, 2020, 1:27 PM IST

Updated : Feb 3, 2020, 2:47 PM IST

মেলবোর্ন, 3 ফ্রেব্রুয়ারি : রবিবারই কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ৷ জয়ের পরই বন্ধু ও মেন্টর প্রয়াত বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধা জানালেন নোভাক জকোভিচ ৷ কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় কোবের ৷ সঙ্গে ছিলেন মেয়ে জিয়ানা ৷ কোবের মৃত্যুতে শোকের ছায়া পড়ে ক্রীড়া জগতে ৷ নিজের কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জিতে কোবেকে শ্রদ্ধা জানিয়ে দর্শকদের মন জিতে নিলেন জোকার ৷ শুধু কোবেকে নিয়ে নয়, অস্ট্রেলিয়ার দাবানল নিয়েও বক্তব্য রাখেন জকোভিচ ৷ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ৷

ট্রফি জয়ের পর জকোভিচ

ম্যাচের পর জকোভিচ বলেন,‘‘ 2020 সালের শুরুতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ৷ অস্ট্রেলিয়ার দাবানল বিশ্বের কয়েকটি জায়গায় প্রভাব ফেলেছে ৷ প্রতিদিনই লোক মারা যাচ্ছে ৷ আমার খুব কাছের মানুষ কোবে ও তাঁর মেয়ে প্রাণ হারিয়েছেন ৷ এগুলি আমাদের আরও বেশি করে মনে করায় যে আমাদের একসঙ্গে থাকতে হবে ৷ নিজের পরিবারের সঙ্গে থাকুন, ভালোবাসার লোকেদের সঙ্গে থাকুন, যাঁরা আপনার যত্ন নেয়, তাঁদের সঙ্গে থাকুন ৷ ’’

রবিবার ফের নিজের জাত চিনিয়েছেন জকোভিচ ৷ যখন সবাই ভেবে নিয়েছে এবার আর কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান টাইটেল জয় করা হল না জোকারের, তখনই চ্যাম্পিয়নের মত ফিরে এসেছেন তিনি ৷ বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বের দু'নম্বর টেনিস তারকা ৷

ট্রফি হাতে জোকার ও থিয়েম

এদিকে প্রথম সেটে হার দিয়ে শুরু করলেও, পরের দুটি সেটে ফিরে আসেন অজ়ি তারকা ডোমনিক থিয়েম ৷ কিন্তু শেষ দুটি সেটে ফের জোকার ম্যাজিক ৷ আর তাতেই শেষ অজ়ি তারকার জারিজুরি ৷ প্রথম সেট জকোভিচ শুরু করেন রাজকীয় মেজাজে ৷ প্রথম সেটে থিয়েমকে হারান 6-4 ব্যবধানে ৷ এর পরের দুটি সেট থিয়েম জেতেন 6-4 ও 6-2 ব্যবধানে ৷ কিন্তু শেষ দুটি সেটে জোকার জেতেন 6-3 ও 6-4 ব্যবধানে ৷

Last Updated : Feb 3, 2020, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details