মেলবোর্ন, 3 ফ্রেব্রুয়ারি : রবিবারই কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ৷ জয়ের পরই বন্ধু ও মেন্টর প্রয়াত বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টকে শ্রদ্ধা জানালেন নোভাক জকোভিচ ৷ কয়েকদিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় কোবের ৷ সঙ্গে ছিলেন মেয়ে জিয়ানা ৷ কোবের মৃত্যুতে শোকের ছায়া পড়ে ক্রীড়া জগতে ৷ নিজের কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জিতে কোবেকে শ্রদ্ধা জানিয়ে দর্শকদের মন জিতে নিলেন জোকার ৷ শুধু কোবেকে নিয়ে নয়, অস্ট্রেলিয়ার দাবানল নিয়েও বক্তব্য রাখেন জকোভিচ ৷ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ৷
ম্যাচের পর জকোভিচ বলেন,‘‘ 2020 সালের শুরুতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ৷ অস্ট্রেলিয়ার দাবানল বিশ্বের কয়েকটি জায়গায় প্রভাব ফেলেছে ৷ প্রতিদিনই লোক মারা যাচ্ছে ৷ আমার খুব কাছের মানুষ কোবে ও তাঁর মেয়ে প্রাণ হারিয়েছেন ৷ এগুলি আমাদের আরও বেশি করে মনে করায় যে আমাদের একসঙ্গে থাকতে হবে ৷ নিজের পরিবারের সঙ্গে থাকুন, ভালোবাসার লোকেদের সঙ্গে থাকুন, যাঁরা আপনার যত্ন নেয়, তাঁদের সঙ্গে থাকুন ৷ ’’