নিউইয়র্ক, 1 সেপ্টেম্বর : কোরোনার মধ্যে নিজের দেশ সার্বিয়ায় টেনিস টুর্নামেন্ট আয়োজন করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ৷ নিজেও কোরোনায় আক্রান্ত হন ৷ সেসব এখন অতীত ৷ সমালোচনা ঝেড়ে ফেলে রজার ফেডেরার, রাফায়েল নাদালবিহীন US ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন নোভাক জোকোভিচ ৷ প্রথম রাউন্ডে সার্ব তারকার প্রতিপক্ষ ছিলেন বসনিয়া ও হার্জেগোভেনিয়ার দামির জ়ুমহুর ৷ 6-1, 6-4, 6-1 স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে ৷
211 দিন পর ফিরেছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস ৷ জৈব সুরক্ষিত স্টেডিয়ামে মাস্ক ও দর্শকের অনুপস্থিতিতে নিউইয়র্কে শুরু হয়েছে US ওপেনের আসর ৷ গোটা বিশ্বের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা যেখানে সবচেয়ে বেশি ৷ মঙ্গলবার জায়ান্ট আর্থার অ্যাশ স্টেডিয়ামের নিস্তব্ধ গ্যালারির সামনে খেলতে নেমে তেমন সমস্যা হয়নি জোকোভিচের ৷ 17বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী প্রথম সেটে (6-1) দাঁড়াতেই দেননি জ়ুমুহুরকে ৷ দ্বিতীয় সেটে জুমুহুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ৷ তবে সফল হননি ৷ 6-1 ব্যবধানে তৃতীয় তথা শেষ সেট জিতে ম্যাচ বের করে নেন জোকার ৷ বুধবার দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের কাইলি এডমুন্ড ৷