পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

French open : পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি জোকারের

এবারের রোলাঁ গারোর ফাইনালে ছিলেন না রাফায়েল নাদাল ৷ তাঁর পরিবর্তে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বর্তমান এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ নতুন প্রজন্মের টেনিস তারকা গ্রিসের স্টেফানোস সিসিপাস ৷

novak Djokovic
novak Djokovic

By

Published : Jun 13, 2021, 10:56 PM IST

Updated : Jun 13, 2021, 11:02 PM IST

প্যারিস, 13 জুন : শেষ হাসি হাসলেন নোভাক জকোভিচ ৷ প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইচ্ছে অধরা রয়ে গেল স্টেফানোস সিসিপাসের ৷ রোলাঁ গারোয় ফরাসি ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে স্টেফানোস সিসিপাসকে হারিয়ে দিলেন সার্ব তারকা নোভাক জকোভিচ ৷ পাঁচ সেটের লড়াইয়ে 6-7 (6-8) 2-6 6-3 6-2 6-4 বিপক্ষকে হারালেন তিনি ৷ এই নিয়ে 19তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা ৷ রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের মোট গ্র্যান্ড স্ল্যাম থেকে মাত্র একধাপ দূরে তিনি ৷

এই জয়ের পাশাপাশি অসাধারণ রেকর্ড করে ফেলেছেন সার্ব তারকা ৷ 52 বছরে প্রথম টেনিস তারকা হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম দুবার করে জিতেছেন ৷ সিসিপাসকে হারিয়ে রয় এমার্সন এবং রড লেভারকে ছুঁয়ে ফেললেন জকোভিচ । দুজনেই চারটি গ্র্যান্ড স্ল্যাম কম করে দুবার করে জিতেছেন । ফ্যাব থ্রি-র অন্য দুজন রাফায়েল নাদাল বা রজার ফেডেরার কেউই এ কাজ করে দেখাতে পারেননি । শেষবার 1969 সালে রড লেভার প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম দুবার জেতেন ।

সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে ফরাসি ওপেন জয়ের সবচেয়ে বড় বাধা পার করে এসেছিলেন জকোভিচ ৷ ফাইনালে এ প্রজন্মের তারকা স্টেফানোস সিসিপাসের বিরুদ্ধে তাই ফুরফুরে মেজাজে নেমেছিলেন ৷ তবে ম্যাচের শুরু থেকে লাইমলাইট কেড়ে নেন স্টেফানোস সিসিপাস ৷ প্রথম দুটি সেটে জকোভিচকে মাত দেন তিনি ৷ তবে তৃতীয় সেট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেন সার্ব তারকা ৷ 6-3 ব্যবধানে তৃতীয় সেট জিতে মোমেন্টাম পেয়ে যান ৷ বাকি দুটি সেটে তাঁকে থামানো যায়নি ৷ পরের দুটি সেট জিতলেন 6-2, 6-4 ব্যবধানে ৷ তবে ফাইনাল সেটে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিল দুই ফাইনালিস্ট ৷ অবশেষে শেষ হাসি হাসেন বিশ্বের একনম্বর টেনিস তারকা ৷

Last Updated : Jun 13, 2021, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details