পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wimbledon Open 2021: জিতলেন জকোভিচ, ফাইনালে ফেডেরার, নাদালকে ছোঁয়ার হাতছানি - ডেনিস শাপোভালভ

তিন ঘণ্টার লড়াই জকোভিচ জিতলেন 7-6 (7-3), 7-5, 7-5 গেমে ৷ ম্যাচের স্কোর দেখলেই আন্দাজ হয় বর্তমান বিশ্বসেরাকে সহজে ম্যাচ ছাড়েনি তরুণ শাপোভালভ ৷ বিশেষত প্রথম সেটে লড়াই ছিল সমানে সমানে ৷

s
s

By

Published : Jul 10, 2021, 6:59 AM IST

Updated : Jul 10, 2021, 8:37 AM IST

উইম্বলডন, 10 জুলাই : তিনি ফাইনালে উঠবেন, প্রত্যাশা ছিল টেনিসপ্রেমীদের ৷ তবে, কানাডার ডেনিস শাপোভালভের (Denis Shapovalov) কঠিন চ্যালেঞ্জ ডিঙোতে হল নোভাক জকোভিচকে (Novak Djokovic) ৷

শুক্রবারের তিন ঘণ্টার লড়াই জকোভিচ জিতলেন 7-6 (7-3), 7-5, 7-5 গেমে ৷ ম্যাচের স্কোর দেখলেই আন্দাজ হয় বর্তমান বিশ্বসেরাকে সহজে ম্যাচ ছাড়েনি তরুণ শাপোভালভ ৷ বিশেষত প্রথম সেটে লড়াই ছিল সমানে সমানে ৷ তবে দিনের শেষে মেজর টুর্নামেন্টের 316 তম জয় ছিনিয়ে নেন জকোভিচ ৷

আরও পড়ুন : Wimbledon Open 2021 : ইতিহাস গড়ে প্রথমবার উইম্বলডনের ফাইনালে ইতালিও মাত্তিও বেরেত্তিনি

এদিনের জয়ে কেবল চলতি উইম্বলডনের (Wimbledon) ফাইনালেই উঠলেন না জকোভিচ ৷ পাশাপাশে তাঁর সমসাময়িক অন্য দুই টেনিস কিংবদন্তি ফেডেরার (Roger Federer) ও নাদালের (Rafael Nadal) রেকর্ড ছোঁয়ার কাছে পৌঁছালেন ৷ এখনও অবধি 30টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে 19টি জিতেছেন জোকার । টুর্নামেন্টের শেষ ম্যাচ জিতলেই ফেডেরার ও নাদালের 20টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন । ফাইনালে তাঁর মুখোমুখি ইতালির মাত্তেয়ো বেরেত্তিনি।

Last Updated : Jul 10, 2021, 8:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details