মেলবোর্ন, 6 ফেব্রুয়ারি : সেরিনা উইলিয়ামস এবং সিমোনা হালেপের পর অস্ট্রেলিয়ান ওপেনের আগে ফের চোটের ধাক্কা ৷ এবার চোট পেলেন নাওমি ওসাকা এবং দু’বারের মেজর উইনার ভিক্টোরিয়া আজ়ারেঙ্কা ৷ যার জেরে অস্ট্রেলিয়ান ওপেনে তাঁদের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে ৷ টেনিসে মহিলা বিভাগে বিশ্বের 3নং তারকা খেলোয়াড় নাওমি ওসাকা শনিবার বিশ্ব টেনিস সংস্থাকে উদ্দেশ্য় করে একটি টুইট করে একথা জানান ৷ তাঁর পায়ে একটি একটি নিগলিং ইনজুরি রয়েছে ৷ অন্য়দিকে, দু’বারের অস্ট্রেলিয়ান ওপেন উইনার ভিক্টোরিয়া আজ়ারেঙ্কা পিঠের চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন ৷
প্রসঙ্গত, আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতি টুর্নামেন্ট খেলছিলেন নাওমি এবং আজ়ারেঙ্কা ৷ সেই প্রস্তুতি টুর্নামেন্ট খেলার মাঝেই গতকাল পায়ে চোট পান নাওমি ওসাকা ৷ ফলে ওই প্রস্তুতি টুর্নামেন্টের মাঝখান থেকেই নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি ৷ এ নিয়ে টুইট করে ক্ষমাও চয়ে নেন তিনি ৷ লেখেন, ‘‘টেনিস অস্ট্রেলিয়া এবং অনুরাগীদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নাম প্রত্যাহারের জন্য ৷’’
আরও পড়ুন : অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি মারে