কলকাতা, 25 জানুয়ারি : "আমার কাছে আমার মেয়ে ভাগ্যের দিশারী । ও আসার পরে আমার ফের উন্নতি । আমার পদ্ম সম্মান মেয়েকে উৎসর্গ করছি," ফোনের ওধারে উচ্ছ্বসিত গলা মৌমা দাসের । পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমস পদক জয়ী বাঙালি প্যাডলারের কাছে সোমবার বেলা 11টার সময় কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মসম্মান পাওয়ার কথা জানানো হয়েছিল । কিন্তু সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি চেপে রেখেছিলেন ।
"আমার জীবনে মাতৃত্ব এবং পদ্ম সম্মান দুটোই দামি । আমার মেয়ে আমাকে ফের বোর্ডে ফিরতে উদ্বুদ্ধ করেছে । হয়ত তারই পুরস্কার আজকের দিনটি," বলছিলেন মৌমা । ছোটোবেলায় তার দুষ্টুমিতে রাশ পরাতে টেবিল টেনিসে ভরতি করে দিয়েছিলেন মাইকেল নগর নিবাসী দাস পরিবার । সেই দৌড় যে পদ্মসম্মান অর্জন করবে তা কল্পনায় ছিল না । এই লড়াইয়ের জন্য পরিবারের সকলকে কৃতিত্ব দিতে চান ।"