পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে দ্বিতীয় রাউন্ডে লিয়েন্ডার - Leander Paes reached the mixed doubles second round

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন লিয়েন্ডার পেজ় ৷ অস্ট্রেলিয়ান জুটি স্ট্রম স্যান্ডার্স ও মার্স পোলম্যানসকে হারান পেজ় ও জিলিনা ওস্টাপেনকো জুটি ৷

image
লিয়েন্ডার পেজ়

By

Published : Jan 26, 2020, 11:01 PM IST

মেলবোর্ন, 26 জানুয়ারি : বয়স 47 ছুঁইছুঁই ৷ চলতি মরশুমের শেষে অবসর ঘোষণা করেছেন ৷ তবুও মনের অদম্য জোর ৷ আর তার উপর ভর করেই এগিয়ে চলেছেন তিনি ৷ কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে প্রথম রাউন্ডে জয় তুলে নিলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ় ৷


অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসে আজ কোর্টে নেমেছিলেন লিয়েন্ডর ৷ সঙ্গী লাটভিয়ান তারকা জিলিনা ওস্টাপেনকো ৷ প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান স্ট্রম স্যান্ডার্স ও মার্স পোলম্যানস ৷ দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর পথে অস্ট্রেলিয়ান জুটিকে হারালেন 7-6, 3-6, 6-10 সেটে ৷

প্রথম সেটে টাই ব্রেকারে জেতেন অজ়ি জুটি ৷ কিন্তু পরের সেটে দুরন্ত কামব্যাক করেন ইন্দো-লাটভিয়ান জুটি ৷ অধিপত্য বজায় রেখে 6-3-য়ে হারান অজ়ি জুটিকে ৷ শেষ সেটে প্রতিরোধ গড়ে তেলেন স্যান্ডার্স ও পোলম্যানস জুটি ৷ তবে তা অদম্য পেজ়কে হারানোর জন্য যথেষ্ট ছিল না ৷

47 বছর বয়সেও অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে 1 ঘণ্টা 27 মিনিট ধরে লড়াই করে জয় ছিনিয়ে আনলেন লিয়েন্ডার ৷ বোঝালেন বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা ৷ অদম্য ইচ্ছাশক্তিতে জয় করা যায় সবকিছুই ৷

অন্যদিকে মিক্সড ডবলসে আর এক ভারতীয় তারকা রোহন বোপান্না উইক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন ৷ দ্বিতীয় রাউন্ডে হারালেন মার্কিন-ব্রাজিল জুটি নিকোলে মেলিচার ও ব্রুনো সোয়ারেজ়কে ৷ খেলার ফলাফল 6-4 ৷

ABOUT THE AUTHOR

...view details