নয়াদিল্লি, 6 জুলাই : ফের একবার একসঙ্গে জুটি বাঁধছেন ভারতের দুই টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি ৷ তবে টেনিস কোর্টে নয় ৷ একটি ওয়েব সিরিজ়ে দেখা যাবে, ভারতের অন্যতম সফল টেনিস জুটিকে ৷ ওয়েব সিরিজ়ে নিজেদের জার্নির কথা বলবেন তাঁরা ৷
নিজেদের একসঙ্গে জুটি বেঁধে খেলার কথা বলবেন প্রাক্তন দুই তারকা টেনিস খেলোয়াড় ৷ ওয়েব সিরিজ়ের গল্পে উঠে আসবে তাঁদের সম্পর্কের কথা ৷ সিরিজ়টি পরিচালনা করবেন, পুরস্কার জয়ী পরিচালক দম্পতি অশ্বিনি আইয়ার তিওয়ারি ও নীতীশ তিওয়ারি ৷
প্রথম ভারতীয় জুটি হিসেবে 1999 সালে উইম্বলডন খেতাব জয় করেন পেজ ও ভূপতি ৷ তাঁদের একত্রিত হওয়ার জল্পনা শুরু হয় লিয়েন্ডার পেজের একটি টুইটার পোস্টের পর ৷ উইম্বলডন খেতাব জয়ের 22 বছর পূর্তিতে একটি ছবি পোস্ট করেন লিয়েন্ডার পেজ ৷