পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের মাটিতে শেষ ম্যাচে হারলেন পেজ়

বেঙ্গালুরু ওপেনের ফাইনালে হেরে গেলেন লিয়েন্ডার পেজ় ও ম্যাথু ইবডেন জুটি ৷ হারলেন ভারতীয় জুটি পূরভ রাজা ও রামকুমার রমানাথনের কাছে ৷

image
লিয়েন্ডার পেজ়

By

Published : Feb 16, 2020, 5:39 PM IST

বেঙ্গালুরু, 16 ফেব্রুয়ারি : ‘‘দা লাস্ট রোর’’, নিজের টেনিস কেরিয়ারের শেষ বছরটা এইভাবেই নাম দিয়েছেন লিয়েন্ডার পেজ় ৷ ঘরের মাঠে সেই গর্জন শেষ হল রবিবার ৷ ভারতের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ় ৷ যদিও শেষ ম্যাচ সুখকর হল না তাঁর জন্য ৷ বেঙ্গালুরু ওপেনের ফাইনালে হেরে গেলেন তিনি ৷

মাত্র 56 মিনিটের শেষ হল পেজ় ও তাঁর পার্টনার, ম্যাথু ইবডেনের লড়াই৷ খেলার ফলাফল 0-6, 3-6 ৷ প্রথম সেটে দাঁড়াতেই পারলেন না পেজ় ও ইবডেন জুটি ৷ দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না ৷ ফাইনালে ভারতীয় জুটি পূরভ রাজা ও রামকুমার রমানাথনের কাছে হারলেন ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি ৷

46 বছরের পেজ় অস্ট্রেলিয়ান পার্টনার ইবডেনকে সঙ্গী করে বেঙ্গালুরু ওপেনের ফাইনালে পৌঁছান ৷ সেমিফাইনালে তাঁরা হারান সুইডেনের আন্দ্রে গোরানসন ও ইন্দোনেশিয়ার ক্রিস্টোফার রাঙ্গকটকে ৷ খেলার ফলাফল ছিল 7-5, 0-6, 10-7 ৷

ফাইনাল ম্যাচ হারার পর আবেগপ্রবণ হয়ে পড়েন পেজ় ৷ ভারতীয় সমর্থকদের ভালোবাসা মিস করবেন জানিয়ে ম্যাচের পর বলেন, ‘‘ আমি ভারতে শেষ ম্যাচ খেলে ফেললাম ৷ একটি বাচ্চা মেয়ে আমার কাছে অটোগ্রাফ চাইতে আসে ৷ তার হাতে ছিল ‘ওয়ান লাস্ট রোর’ -র একটি টি-শার্ট, যেটা তার সাইজ়ের দ্বিগুণ ছিল ৷ সে আমাকে সেটা দিয়ে বলল, লিয়েন্ডার, তুমি কী এতে একটা সই করে দেবে? সে আমার থেকে অন্তত 40 বছরের ছোটো ৷ সে আমার অটোগ্রাফ চাইছে ৷ এটা আমার কাছে অনেক, কারণ সে আমার কেরিয়ারের পরিশ্রমটা বুঝতে পেরেছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details