কলকাতা, 16 ফেব্রুয়ারি : আরও একটি বছর খেলা চালিয়ে যেতে পারত লিয়েন্ডার পেজ । শনিবার সাউথ ক্লাবের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেছেন মহেশ ভূপতি । টেনিস সার্কিটে লিয়েন্ডারের সঙ্গে তার জুটিকে বলা হত ইন্ডিয়ান এক্সপ্রেস । ভারতীয় জুটি চারটে গ্র্যান্ড স্লামের ডাবলসে খেতাব জয়ের কৃতিত্ব দেখিয়েছেন । লিয়েন্ডার চলতি বছরে র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেও মহেশ ভূপতি বেশ কয়েকবছর আগে টেনিসকে বিদায় জানিয়েছিলেন। 46 বছর বয়সি লিয়েন্ডার পেজ তাঁর শেষ ATP টুুর ম্যাচ বেঙ্গালুরু ওপেনে রানার্স হয়েছেন । যা দেখে মহেশ ভূপতির মনে হয়েছে তাঁর এক সময়ের ডাবলস পার্টনার অন্তত আরও একটি বছর খেলা চালিয়ে যেতে পারতেন ৷
''এখন ভালো খেলে চলেছেন । বেঙ্গালুরুতে ফাইনাল খেলেছেন । যদি আরও কয়েকটি মাস খেলা চালাতেন, তাহলে আরও এক বছর খেলতে পারতেন । আমি মনে করি, উনি যতদিন পারতেন, ততদিন খেলার ক্ষমতা ছিল ওঁর মধ্যে'', বলেছেন মহেশ ভূপতি । কয়েক মাস আগেও ভারতীয় ডেভিস কাপ দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন ছিলেন তিনি ।