পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডেভিস কাপের টাই পাকিস্তানে গিয়ে খেলতে হবে ভারতকে

পাকিস্তানে যাচ্ছে ভারতের ডেভিস টিম।

ফোটো সৌজন্য : টুইটার

By

Published : Feb 7, 2019, 11:24 PM IST

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : ১৯৬৪ সালের পর প্রথমবার পাকিস্তানে গিয়ে খেলতে হবে ভারতের ডেভিস টিমকে। ডেভিস কাপের জ়োনাল ড্রতে সেরমই টাই ঘোষণা করল ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। সেপ্টেম্বরের মাঝামাঝি কোনও এক সময় হওয়ার কথা এই টাই। ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ারে পৌঁছাতে পাকিস্তানের বিরুদ্ধে জ়োনাল টাইটা জিততেই হবে ভারতকে। অল ইন্ডিয়া টেনিস অ্যসোসিয়েশন (AITA) ভারত সরকারের সাথে পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে কথা বলবে।

অবশ্য এই সফর নিয়ে অনিশ্চয়তা আছে। বিগত কয়েক বছর পাকিস্তানের সাথে সম্পর্কের টানাপড়েনের জেরে ভারতীয় কোনও দল খেলতে যায়নি সেই দেশে। এই বিষয়ে AITA-র জেনেরাল সেক্রেটারি হিরণ্ময় চ্যাটার্জি বলেন, "আমাদের কাছে কোনও উপায় নেই। আমরা সরকারের কথা মতো চলতে বাধ্য। তবে আমরা বিষয়টি সরকারকে জানাব। এখনও পর্যন্ত যদিও কোন খেলার দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি সরকার।"

প্রসঙ্গত ২০১৭ সালে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকার করাতে হংকংকে নিচের গ্রুপে রেলিগেট করে দেওয়া হয়েছিল। পাশাপাশি ইন্টারন্যাশনল টেনিস ফেডারেশন ও পাকিস্তান টেনিস ফেডারেশনকে প্রায় ১৬০০০ ডলার জরিমানা দিতে হয়েছিল।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details