দিল্লি , 28 জুলাই : স্পোর্টস কোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে বড় সাংবিধানিক বদল করল অল ইন্ডিয়া টেনিস আ্যসোসিয়েশন (AITA ) । বিলোপ করা হল আজীবন সভাপতি ও সহ সভাপতির পদ । বড় বদল আনা হয়েছে নির্বাচন পদ্ধতিতেও । সেই সঙ্গে যুগ্ম সচিব পদ দুই থেকে চার করা হয়েছে । বিশেষ সাধারণ সভায় নয়া বিধিতে শিলমোহল দিয়েছে AITA ।
এক সংবাদসংস্থাকে AITA-র সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, "সরকারের গাইডলাইন আর স্পোর্টস কোড আমাদের মেনে চলতেই হবে । আমাদের ITF-র নির্বাচন পদ্ধতিও মেনে চলতে হবে । কারন তারা আমাদের প্যারেন্ট বডি । কিন্তু সরকার চাইছে সব ক্রীড়া সংস্থাকে এক ছাতার তলায় আনতে । আমাদের এতে কোনও অসুবিধা নেই । "
ওয়েটেজ ভোটিং পদ্ধতিতে বিভিন্ন ভোটারের আলাদা ওয়েটেজ থাকে । যেমন ITF-এ গ্র্যান্ড স্ল্যাম দেশগুলির ভোটের ওয়েটেজ অন্য দেশের থেকে বেশি । অনিল খান্নার ITF সভাপতি পদে নির্বাচনে হারার প্রাথমিক কারণ ওয়েটেজ ভোটিং প্যাটার্ন । অনেক দেশের সমর্থন পেলেও তিনি সুবিধা পাননি । কারণ ইংল্যান্ড, অ্যামেরিকা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো মেজর দেশের ভোট তিনি পাননি । এদের ভোটই সবচেয়ে বেশি মূল্যবান ।
দেশের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় মহারাষ্ট্র লন টেনিস অ্যাসোসিয়েশন (MLTSA) । এই সংস্থা সারা বছর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পাশাপশি বহু আন্তর্জাতিক ট্যুর্নামেন্টের আয়োজন করে । এই সংস্থা ওয়েটেজ ভোটিং প্যাটার্নে ভোট দিতে পারবে । মহারাষ্ট্র দেশের একমাত্র ATP 250 টুর্নামেন্ট আয়োজন করে । এছাড়াও ATP চ্যালেঞ্জার , WTA ইভেন্ট Sbx ITF ফিউচার ইভেন্ট আয়োজন করে ।
তামিলনাড়ু টেনিস অ্যাসোসিয়েশন(TNTA), কর্নাটক স্টেট লন টেনিস অ্যাসেসিয়েশন ও ATP চ্যালেঞ্জার্স আয়োজন করে । সংস্থাগুলির উদ্যোগেই দেশের সেরা টেনিস প্লেয়াররা বিশ্বক্রম তালিকায় সেরা 100-তে জায়গা করে নিয়েছে ।