পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কেনিনকে হারিয়ে ফরাসি ওপেন জয় শিয়নটেকের - ফ্রেঞ্চ ওপেন উইমেন ফাইনাল

পোল্যান্ডের এই টেনিস তারকাকে নিয়ে ফরাসি ওপেনের শুরুতে কোনও বিশেষজ্ঞই বাজি ধরেননি । কিন্তু, সবাইকে চমকে দেন চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর সিমোনা হালেপকে হারিয়ে ।

French open women final
ইগা সোয়েটেক

By

Published : Oct 11, 2020, 9:30 AM IST

Updated : Oct 11, 2020, 9:36 AM IST

প্যারিস, 11 অক্টোবর : ব়্যাঙ্কিংয়ে 54 নম্বর । ফরাসি ওপেনের শুরুতে খেতাব জয়ের লড়াইয়ে তাঁর কথা কেউ ভাবেননি । এমনকী, তাঁর দেশ পোল্যান্ডের কোনও টেনিস খেলোয়াড় আজ পর্যন্ত সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জেতেননি । কিন্তু, কোনও কিছুই বাধা হল না তাঁর কাছে । সোফিয়া কেনিনকে হারিয়ে ফরাসি ওপেন জিতলেন 19 বছরের ইগা শিয়নটেক ।

গতকাল ব়্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা অ্যামেরিকার কেনিনকে কার্যত উড়িয়ে দিলেন শিয়নটেক । প্রথম সেট জিতলেন 6-4 এ । দ্বিতীয় সেটে আরও ভয়ংকর দেখাল শিয়নটেককে । দ্বিতীয় সেট জেতেন 6-1 এ । দুই সেটে ফরাসি ওপেন জিতে ইতিহাসে নাম লেখান পোল্যান্ডের এই টেনিস তারকা । 1992 সালের পর এই প্রথম মেয়েদের সিঙ্গলসে এত কম বয়সে কেউ ফরাসি ওপেন জিতলেন । একইসঙ্গে দেশকেও সিঙ্গলসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম এনে দিলেন ।

পোল্যান্ডের এই টেনিস তারকাকে নিয়ে ফরাসি ওপেনের শুরুতে কোনও বিশেষজ্ঞই বাজি ধরেননি । কিন্তু, সবাইকে চমকে দেন চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর সিমোনা হালেপকে হারিয়ে । খেতাব জয়ের দাবিদারের তালিকায় তিনি উঠে আসেন । সেমিফাইনাল জয়ের পর শিয়নটেক বলেছিলেন, যেন স্বপ্ন সত্যি হল । ফাইনাল জেতার পর যেন স্বপ্নের ঘোরেই রয়েছেন তিনি । ফরাসি ওপেনের ট্রফি হাতে বললেন, "জানি না কী হচ্ছে । এটা আমার কাছে বিস্ময়কর । 2 বছর আগে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম (উইম্বলডন) জিতেছিলাম । এখন এখানে । মনে হচ্ছে খুব কম সময়ে এটা ঘটল । "

1992 সালে মোনিকা সেলেস 19 বছর বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন । তবে তিনি প্রথম ফরাসি ওপেন জেতেন তারও 2 বছর আগে । আর 28 বছর পর ফরাসি ওপেন জিতলেন 19 বছরের শিয়নটেক । মাঝের এতগুলো বছর এত কম বয়সে কেউ মহিলাদের সিঙ্গলসে ফরাসি ওপেন জেতেননি ।

ফরাসি ওপেন জয়ের পর ব়্যাঙ্কিংয়ে অনেকটা উপরে উঠে আসবেন শিয়নটেক । তাঁর ব়্যাঙ্কিং হতে চলেছে 17 ।

Last Updated : Oct 11, 2020, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details