পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি নাদাল ও ফেডেরার - french open

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন রাফায়েল নাদাল ও রজার ফেডেরার । গতকাল শেষ চারে ওঠার লড়াইয়ে দু'জনেই নিজেদের ম্যআচ জিতেছেন ।

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি নাদাল ও ফেডেরার

By

Published : Jun 5, 2019, 10:52 AM IST

প্যারিস, 5 জুন : ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন রাফায়েল নাদাল ও রজার ফেডেরার । গতকাল শেষ চারে ওঠার লড়াইয়ে 11 বারের চ্যাম্পিয়ন নাদাল স্ট্রেট সেটে সহজেই হারালেন জাপানের প্রতিদ্বন্দ্বী নিশিকোরিকে । তবে টুর্নামেন্টের 2015-র চ্যাম্পিয়ন স্বদেশী স্ট্যান ওয়ারিঙ্কাকে হারাতে অনেকটাই বেগ পেতে হয় 20টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেডেরারের ।

রজার ফেডেরার

বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টারে প্রথম সেটেই ফেডেরারকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন ওয়ারিঙ্কা । টাইব্রেকারে প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে ওয়ারিঙ্কার কাছে হার মানেন ফেডেরার । টুর্নামেন্টের প্রথম সেট খোয়াতে হয় তাঁকে । তবে তৃতীয় সেট জিতে ওয়ারিঙ্কাকে চাপে ফেলে দেন ফেডেরার । 6-4 ব্যবধানে চতুর্থ সেট জিতে চারবছর পর ফ্রেঞ্চ ওপেনে ফিরে শেষ চার উঠলেন তিনি ।

রাফায়েল নাদাল

এদিকে, অপর কোয়ার্টার ফাইনালে নিশিকোরির বিরুদ্ধে একপেশে জয় ছিনিয়ে নেন ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল । দু'ঘণ্টারও কম সময়ে জাপানি প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে উড়িয়ে রেকর্ড 12তম বার টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন রাফা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details