পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য 40 হাজার ইউরো অনুদান জোকভিচের - নোভাক জোকভিচ

নিজে এখনও কোরোনামুক্ত হননি ৷ এরই মধ্যে কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য সার্বিয়ার একটি শহরে অর্থ সাহায্য করলেন নোভাক জোকভিচ ৷

image
জোকভিচ

By

Published : Jul 3, 2020, 12:07 AM IST

বেলগ্রেদ, 2 জুলাই : কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সার্বিয়ার একটি শহরে 40 হাজার ইউরো অর্থ সাহায্য করলেন নোভাক জোকভিচ ৷ গত সপ্তাহে ক্রোয়েশিয়া থেকে ফিরেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ নিজে এখনও কোরোনামুক্ত হননি ৷ কিন্তু তার মধ্যেই এই অর্থ সাহায্য করলেন তিনি ৷

সার্বিয়ার নেভি পাজার নামে এক শহরে তাঁর আর্থিক সাহায্য তুলে দেন জোকভিচ ৷ সার্বিয়ার মধ্যে এই শহরেই কোরোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ ইতিমধ্যেই ওই শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে ৷ বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 200 জন করে কোরোনায় আক্রান্ত হচ্ছেন সার্বিয়ায় ৷

আরও পড়ুন :- ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন ক্রীড়াবিদরা

কোরোনা সংক্রমণের আবহে চ্যারিটি টুর্নামেন্ট আদ্রিয়া টুর-এর আয়োজন করেছিলেন জোকভিচ ৷ সেই টুর্নামেন্ট থেকেই প্রথমে আক্রান্ত হন দিমিত্রভ গ্রিগর ৷ তার পর একে একে আক্রান্ত হন আরও কয়েকজন টেনিস তারকা ৷ এমনকী আক্রান্ত হন জোকভিচ নিজেও ৷ কোরোনায় আক্রান্ত হন তাঁর কোচও ৷ এর পরই বিশ্বের নানা প্রান্ত থেকে সমালোচিত হন এই সার্বিয়ান টেনিস তারকা ৷ পাশাপাশি, টুর্নামেন্ট চালাকালীন সামাজিক দূরত্ববিধি না মেনে পার্টি করারও অভিযোগ ওঠে জোকভিচের বিরুদ্ধে ৷ পরে ফাইনাল অনুষ্ঠিত করা যায়নি ৷

যদিও কোরোনা আবহে টুর্নামেন্ট আয়োজন করে ও সেই টুর্নামেন্ট থেকে অনেকে কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নেন জোকভিচ ৷ দুঃখপ্রকাশ করে 17টি গ্ল্যান্ড স্ল্যামের মালিক বলেন,‘‘আমি খুবই দুঃখিত ৷ আশা করি সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷ আমরা যা করেছি তার উদ্দেশ্য মহৎ ছিল ৷ আমাদের টুর্নামেন্ট মানুষকে ঐক্যবদ্ধ ও সংহতির জন্য ছিল ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details