প্যারিস, 8 সেপ্টেম্বর : প্যানডেমিকের কারণে প্রস্তুতি সেভাবে হয়নি । সংক্রমণের আশঙ্কাও থেকে যাচ্ছে । সব মিলিয়ে চলতি বছরের ফরাসি ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টি ।
রোলা গাঁরোয় নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্টি
গত বছর ফরাসি ওপেনের ফাইনালে মার্কেটা ভোন্ড্রুসোবাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন বার্টি ।
গত বছর ফরাসি ওপেনের ফাইনালে মার্কেটা ভোন্ড্রুসোবাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন বার্টি । কোরোনা সংক্রমণ সত্ত্বেও খেতাব ধরে রাখার জন্য এবছরও প্যারিসে নামার ইচ্ছে ছিল এই অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়ের । তবে শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না । সোমবার ইনস্টাগ্রামে বার্টি লেখেন, "এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল । দুর্ভাগ্যজনকভাবে এবছর ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না ।"
তিনি আরও লেখেন, "গত বছর ফরাসি ওপেন আমার ক্যারিয়ারের জন্য খুব গুরত্বপূর্ণ ছিল । তাই এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল । ফরাসি ওপেনে না খেলার পিছনে দুটো কারণ রয়েছে । প্রথমটা হল- কোরোনার কারণে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে । দ্বিতীয়ত, আমার প্রস্তুতি ঠিকঠাক হয়নি । অস্ট্রেলিয়ার বর্ডার বন্ধ থাকায় কোচের তত্ত্বাবধানে থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে ওঠেনি ।" নিজের এই সিদ্ধান্তে খুশি না হলেও এই মুহূর্তে পরিবার ও টিমের স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন বার্টি ।