পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

COVID-19 পজ়িটিভ বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ - রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্দ্রে রাবলেভ

জোকভিচ আয়োজিত একটি বালকান চ্যারিটি টুর্নামেন্ট আদ্রিয়া টুরের দ্বিতীয় পর্বের আসর বসেছিল ক্রোয়েশিয়ার জ়াডার শহরে ৷ সেখানেই খেলছিলেন গ্রিগর ৷ বর্তমানে সমস্ত আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট কোরোনা ভাইরাস মহামারীর কারণে বন্ধ আছে ৷

image
গ্রিগর দিমিত্রভ

By

Published : Jun 22, 2020, 5:20 AM IST

দিল্লি, 22 জুন : টেনিস তারকা বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ কোরোনায় আক্রান্ত ৷ নিজেই একথা ইনস্টাগ্রামে জানান এই টেনিস তারকা ৷ 29 বছরের এই তারকা টেনিস খেলোয়াড় ক্রোয়েশিয়ায় আদ্রিয়া টুর এক্সিবিজ়ন টুর্নামেন্টে খেলছিলেন ৷ শনিবার সেখান থেকে অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করেন তিনি ৷ মাত্র এক সপ্তাহ আগেই বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকভিচের বিরুদ্ধে খেলেছিলেন দিমিত্রভ ৷

বিশ্বের প্রাক্তন তিন নম্বর টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ইনস্টাগ্রামে লেখেন, ‘‘ আমি বন্ধু বান্ধব ও ভক্তদের জানাতে চাই, আমি কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ মোনাকোয় আমার সোয়াব পরীক্ষা করা হয় ৷ সেখানেই আমার রেজাল্ট পজ়িটিভ আসে ৷ যারা শেষ কয়েকদিন আমার সঙ্গে ছিলেন এবং আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা দ্রুত পরীক্ষা করান ও প্রয়োজনীয় পদক্ষেপ করুন ৷ যদি আমার কারণে কারো ক্ষতি হয়, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী ৷ আমি বাড়ি ফিরেছি ও সুস্থ আছি ৷ সবার সাহায্যের জন্য ধন্যবাদ ৷ সবাই সুরক্ষিত ও সুস্থ থাকুন ৷ ’’

জোকভিচ আয়োজিত একটি বালকান চ্যারিটি টুর্নামেন্ট আদ্রিয়া টুরের দ্বিতীয় পর্বের আসর বসেছিল ক্রোয়েশিয়ার জ়াডার শহরে ৷ সেখানেই খেলছিলেন গ্রিগর ৷ বর্তমানে সমস্ত আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট কোরোনা ভাইরাস মহামারীর কারণে বন্ধ আছে ৷

টুর্নামেন্টের আয়োজক ও নোভাক জোকভিচের প্রশিক্ষক গোরান ইভানসেভিচ কোর্টে উপস্থিত দর্শকদের জানান, ‘‘আমরা এই মাত্র খবর পেয়েছি গ্রিগর দিমিত্রভ কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ তাই আমাদের জ়াডারে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বাতিল করতে হবে ৷ ’’ টুর্নামেন্ট আয়োজকদের তরফে জানানো হয়েছে গ্রিগরের সংস্পর্শে আসা সমস্ত খেলোয়াড়, স্টাফ ও অফিশিয়ালের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ৷

প্রসঙ্গত আদ্রিয়া টুরের দ্বিতীয় পর্বের ফাইনাল হওয়ার কথা ছিল ক্রোয়েশিয়ার জ়াডার শহরে ৷ ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকভিচের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্দ্রে রাবলেভের ৷ যদিও গ্রিগর কোরোনা আক্রান্ত হওয়ায় সেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details