পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা - অস্ট্রেলিয়া ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামস

শেষবার 2017 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস ৷

serena
serena

By

Published : Feb 10, 2021, 1:12 PM IST

মেলবোর্ন, 10 ফেব্রুয়ারি : কেরিয়ারের 24তম গ্র্যান্ড স্ল্যামের দিকে একধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস ৷ ঝড়ের গতিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছালেন তিনি ৷ আজ মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটে হারালেন সার্বিয়ান তারকা নিনা তোজানোভিককে ৷

শেষবার 2017 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস ৷ সেটাই ছিল তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম জয় ৷ গর্ভাবস্থায় গ্র্যান্ড স্ল্যাম জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন ৷ মা হওয়ার পর দুরন্তভাবে কামব্যাক করেছেন ৷ ইউএস ওপেন সহ কয়েকটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেও পৌঁছান ৷ কিন্তু 24তম গ্র্যান্ড স্ল্যামের দোরগোড়ায় পৌঁছেও ট্রফি হাতে তুলে নিতে পারেননি ৷ চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফের একবার মার্গারেট কোর্ট-কে ছোঁয়ার লক্ষে নেমেছেন ৷ আজ রড লেভার এরিনায় ঘণ্টাখানেকের ম্যাচে সার্বিয়ান প্রতিপক্ষ নিনা তোজানোভিককে হারালেন 6-3, 6-0 সেটে ৷

আরও পড়ুন : তৃতীয় ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্লামের মূল পর্বে অঙ্কিতা রায়না

পরের রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ বছর উনিশের রাশিয়ার আনাসতেসিয়া পোতাপোভা ৷ 2016 সালের জুনিয়র উইম্বলডন জয়ী পোতাপোভার বর্তমান ক্রমতালিকা 101 ৷ আগামীকাল সেরেনা বিরুদ্ধে গ্র্যান্ড স্ল্যাম মেজর টুর্নামেন্টে অভিষেক হবে পোতাপোভার ৷ অন্যদিকে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন প্রতিযোগিতার নবম বাছাই পেত্রা ভিতোভা ৷

ABOUT THE AUTHOR

...view details