মেলবোর্ন, 16 ফেব্রুয়ারি : গ্র্যান্ড স্লামে ডেবিউ করেই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন রাশিয়ান টেনিস তারকা আসলান কারাতসেভ ৷ মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে রড লেভার এরিনায় গ্রিগর দিমিত্রভকে চার সেটের গেমে হারান তিনি ৷ 27 বছর বয়সি এই তরুণ টেনিস খেলোয়াড় 2-6, 6-4, 6-1, 6-2 সেটে কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ান দিমিত্রভকে হারালেন৷
আজ রড লেভার এরিনায় প্রথম সেটে দাপটের সঙ্গে বুলগেরিয়ান তারকা খেলোয়াড় জিতে যান ৷ তবে, চোটের কারণে দ্বিতীয় সেটে আর ছন্দ ধরে রাখতে পারেননি দিমিত্রভ ৷ সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগান রাশিয়ান আসলান কারাতসেভ ৷ দ্বিতীয় সেট 6-4 গেমে নিজের নামে করেন তিনি ৷ এরপর তৃতীয় ও চতুর্থ সেটে গ্রিগর দিমিত্রভকে আর দাঁড়াতে দেননি আসলান কারাতসেভ ৷ 6-1 ও 6-2 গেমে সেট জিতে ম্যাচ নিজের নামে করে নেন তিনি ৷